ঢাকা, বুধবার, ২০ আগস্ট ২০২৫
Sharenews24

পিনাকী ভট্টাচার্যের বক্তব্যে মাসুদ কামালের তীব্র প্রতিক্রিয়া

২০২৫ আগস্ট ২০ ১১:৫৮:৪২
পিনাকী ভট্টাচার্যের বক্তব্যে মাসুদ কামালের তীব্র প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টির চেষ্টা চলছে। এই বিতর্কের কেন্দ্রে রয়েছেন নির্বাসিত ইউটিউবার পিনাকী ভট্টাচার্য। তিনি সম্প্রতি দাবি করেছেন, ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর হাতে নিহত মানুষের সংখ্যা সর্বোচ্চ ২০ হাজার। এই বিষয়টি নিয়ে চ্যানেল 24-এর 'মুক্তবাক' অনুষ্ঠানে আলোচনা হয়, যেখানে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল পিনাকী ভট্টাচার্যের তীব্র সমালোচনা করেন।

অনুষ্ঠানের সঞ্চালক উল্লেখ করেন, পিনাকী ভট্টাচার্যের এই বক্তব্যের পর সামাজিক মাধ্যমে অনেকেই প্রতিক্রিয়া জানাচ্ছেন। লেখক মাহবুব মোর্শেদ তার ফেসবুক স্ট্যাটাসে এই বিষয়টিকে ব্যাঙ্গ করে লিখেছেন, শহীদের সংখ্যা ৩০ লাখ থেকে কমিয়ে আনার এই চেষ্টা শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধই হয়নি—এমন দাবি প্রতিষ্ঠার অপচেষ্টা। এই বিতর্কের পেছনে কোনো রাজনীতি আছে কি না, এই প্রশ্ন ছিলো আলোচনার মূল বিষয়।

জবাবে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেন, তিনি এই বিষয়ে খুব বেশি কথা বলতে আগ্রহী নন কারণ তিনি পিনাকী ভট্টাচার্যকে "বিকৃত মানসিকতার লোক" বলে মনে করেন। তিনি বলেন, "একজন বিকৃত মানসিকতার লোক নিয়ে কথা বলাটা আসলে সময়ের অপচয়।"

মাসুদ কামাল সরাসরি অভিযোগ করে বলেন, "উনি র-এর এজেন্ট... উনি বাংলাদেশের সব সময় একটা আওলা লাগাতে চায়। আমাদের এখানে আওলা লাগলে পরে কার লাভ হয়? তার লাভটা উনি করতেছেন।"

তিনি তার দাবির স্বপক্ষে যুক্তি দিয়ে বলেন, পিনাকী ভট্টাচার্য চোরাই পথে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছেন, যার কোনো প্রমাণ তার পাসপোর্টে নেই। এরপর তিনি থাইল্যান্ড হয়ে ফ্রান্সে যান। কামাল প্রশ্ন তোলেন, "উনি ইন্ডিয়া থেকে বেরোলেন কীভাবে? ইন্ডিয়ার ইমিগ্রেশন তাকে ধরবে না? ইন্ডিয়াতে এমন কোনো এজেন্সি হেল্প করছে যে কারণে উনি যেতে পারছেন।"

মাসুদ কামাল আরও অভিযোগ করেন, পিনাকী বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে এই কাজগুলো করছেন। তিনি বলেন, "এইরকম বিক্রিত মস্তিষ্কের এবং বিক্রিত হয়ে যাওয়া, সোল্ড, এরকম লোক নিয়ে আমি কথা বলতে চাই না।"

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে