ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
Sharenews24

প্রিমিয়ার ব্যাংকের নেতৃত্বে নতুন পরিচালনা বোর্ড

২০২৫ আগস্ট ১৯ ২২:৪৮:২৪
প্রিমিয়ার ব্যাংকের নেতৃত্বে নতুন পরিচালনা বোর্ড

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংক শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ সম্পূর্ণভাবে পুনর্গঠন করেছে। ছয় সদস্যের এই নতুন পর্ষদে আগের কোনো পরিচালককে রাখা হয়নি। এখানে পাঁচজন স্বতন্ত্র পরিচালক এবং একজন উদ্যোক্তা পরিচালক অন্তর্ভুক্ত হয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী জানান, আগের পর্ষদে সুশাসনের অভাব, নীতি বাস্তবায়নে দুর্বলতা এবং ঋণ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা স্পষ্টভাবে ধরা পড়েছিল। এসব কারণেই নতুন পর্ষদ গঠন করা হয়েছে। তিনি বলেন, নতুন সদস্যরা অভিজ্ঞ ও স্বতন্ত্র পেশাজীবী, যারা ব্যাংকের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং গ্রাহক ও শেয়ারহোল্ডারদের আস্থা পুনর্গঠনে কার্যকর ভূমিকা রাখবেন।

নতুন পর্ষদে উদ্যোক্তা পরিচালক হিসেবে যুক্ত হয়েছেন ডা. আরিফুর রহমান। স্বতন্ত্র পরিচালক হিসেবে রয়েছেন—বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. ফোরকান হোসেন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরিদুল ইসলাম, ব্যাংক এশিয়ার সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মো. সাজ্জাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র অধ্যাপক শেখ মোর্শেদ জাহান এবং প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানির স্বতন্ত্র পরিচালক পদ থেকে পদত্যাগ সাপেক্ষে চার্টার্ড সেক্রেটারি এম নুরুল আলম।

তবে নতুন বোর্ডে এখনো চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়নি। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, পরবর্তী বোর্ড সভায় সদস্যদের মধ্য থেকেই একজন চেয়ারম্যান নির্বাচিত হবেন। কেন্দ্রীয় ব্যাংকের দাবি, এ পদক্ষেপের লক্ষ্য হলো ব্যাংক খাতে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।

উল্লেখ্য, আগের পর্ষদকে ঘিরে দীর্ঘদিন ধরে স্বার্থসংঘাত, ব্যবস্থাপনায় দুর্বলতা এবং নানা বিতর্ক ছিল। এসব প্রেক্ষাপট বিবেচনায় বাংলাদেশ ব্যাংক এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে