ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

এশিয়াটিক ল্যাবরেটরিজের নীরবতায় সন্দেহের ছায়া

২০২৫ আগস্ট ১৯ ১৬:০৯:০৩
এশিয়াটিক ল্যাবরেটরিজের নীরবতায় সন্দেহের ছায়া

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের শেয়ার দর ও লেনদেনের অস্বাভাবিক বৃদ্ধির বিষয়টি লক্ষ্য করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। কোম্পানির শেয়ার দর অস্বাভাবিকহারে বৃদ্ধির কারণ জানতে চেয়ে চিঠি পাঠানো হলেও কোনো উত্তর দেয়নি।

ডিএসই সূত্রে জানা গেছে, সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর স্বাভাবিকের চেয়ে দ্রুত বেড়েছে। ডিএসই কর্তৃপক্ষ ১৭ আগস্ট কোম্পানিকে চিঠি পাঠিয়ে এ বিষয়ে ব্যাখ্যা চেয়েছে। তবে কোম্পানি কর্তৃপক্ষ এখনো ডিএসইর চিঠির কোন জবাব দেয়নি।

বাজার বিশ্লেষণ থেকে দেখা গেছে, গত ৩১ জুলাই এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ার দর ছিল ৪৪ টাকা ৪০ পয়সা। ১৭ আগস্ট লেনদেন শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৫২ টাকা ২০ পয়সায়। অর্থাৎ ১০ কর্মদিবসে শেয়ারটির দাম বেড়েছে ৭ টাকা ৮০ পয়সা বা প্রায় ১৮ শতাংশ।

এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের শেয়ারের অস্বাভাবিক দর বৃদ্ধির বিষয়ে কোম্পানি কর্তৃপক্ষের নিরবতা বিনিয়োগকারীদের মধ্যে সন্দেহ আরও বাড়িয়ে দিয়েছে। বিশ্লেষকরা ধারণা করছেন, কোম্পানির মালিকপক্ষই এই শেয়ারের দাম বৃদ্ধির পেছনে থাকতে পারেন। যে কারণে ডিএসইর চিঠির বিষয়ে কোম্পানিটি নিরবতা পালন করছে।

সালাহউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে