ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
Sharenews24

এনসিপি থেকে বহিষ্কারের পর মাহিনের বিস্ফোরক মন্তব্য

২০২৫ আগস্ট ১৯ ১৩:০২:২১
এনসিপি থেকে বহিষ্কারের পর মাহিনের বিস্ফোরক মন্তব্য

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার পরপরই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে বহিষ্কৃত হয়েছেন দলটির যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার। বহিষ্কারের পর মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি একটি দীর্ঘ প্রতিক্রিয়া পোস্ট করেন, যেখানে তিনি নিজের প্রতি ‘অবিচার’ এবং রাজনৈতিক অবহেলার অভিযোগ তুলে ধরেন।

মাহিন সরকার লিখেছেন:“আমি তাদের একজন, যার হাতে অভ্যুত্থানের ব্যানারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সূচনা হয়েছিল। অন্তত আমার কথাগুলো বলার সুযোগ দেওয়া উচিত ছিল।”

তিনি আরও উল্লেখ করেন—“মাহিন সরকার তার অনাগত সন্তানের কাছে বলার মতো গল্প রেখে গেছে। মাহিন সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে তার রক্ত দিয়ে রাঙিয়েছে।

গান পয়েন্টে ছয় জন সমন্বয়কের কর্মসূচি প্রত্যাহারের পরও মাহিন বলেছিল, ‘মানি না’।সেই মাহিন সরকারই চারজন সমন্বয়ক নিয়ে বাকিদের বৈধতা দিয়েছিল।

পিলখানা হত্যাকাণ্ডের প্রেক্ষিতে ন্যায়বিচারের জন্য মাঠে নেমেছিলাম, তখন পাশে কেউ ছিল না।অথচ আজকে কোনো কারণ দর্শানোর নোটিশ ছাড়াই বহিষ্কার করে দিলেন!”

মাহিন সরকারের ভাষ্য অনুযায়ী, এমনকি অপরাধমূলক কর্মকাণ্ড বা চারিত্রিক স্খলনের অভিযোগ থাকলেও সংগঠনগুলোতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়ে থাকে। কিন্তু এনসিপি তার ক্ষেত্রে সেই ন্যূনতম সুযোগটুকুও দেয়নি বলে দাবি করেছেন তিনি।

“আমি আত্মপক্ষ সমর্থনের সুযোগও পেলাম না। এটা নবগঠিত রাজনৈতিক দলের জন্য একটি মারাত্মক বার্তা, যা দলের অভ্যন্তরীণ গণতন্ত্রের অভাবকে প্রকাশ করে।”

নিজের শেষ মন্তব্যে তিনি বলেন—“আমি সবসময়ই বিশ্বাস করি, বিজয় আসমান থেকেই আসে। জমিনে তার প্রতিফলন মাত্র। আমি পিছপা হবো না।”

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে