ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫
Sharenews24

লাইভে বিএনপি নেতা, পরের মুহূর্তেই যা ঘটল

২০২৫ আগস্ট ১৮ ১৫:২১:০১
লাইভে বিএনপি নেতা, পরের মুহূর্তেই যা ঘটল

নিজস্ব প্রতিবেদক: ফেসবুক লাইভে থাকাকালীন মোবাইল ফোন ছিনতাইয়ের শিকার হয়েছেন ভোলা পৌর বিএনপির প্রচার সম্পাদক আসাদ খোকন। রাজধানীর কারওয়ান বাজারে গতকাল রবিবার রাত ১১টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

লাইভ ভিডিওতে দেখা যায়, গাড়ির ভেতরে বসে গান শুনছিলেন ও ফেসবুক লাইভ করছিলেন আসাদ খোকন। তার গাড়িটি কারওয়ান বাজার মেট্রো রেল স্টেশন এলাকায় পৌঁছালে জ্যামে পড়ে যায়। এ সময় বাইরে দৃশ্য দেখাতে গাড়ির জানালা দিয়ে ফোন বের করেন তিনি। ঠিক তখনই হঠাৎ এক ছিনতাইকারী তার হাত থেকে মোবাইলটি ছিনিয়ে নিয়ে দৌড় দেয়।

লাইভের ২ মিনিট ২০ সেকেন্ডে ছিনতাইয়ের দৃশ্যটি ধরা পড়ে। এরপর লাইভটি কিছু সময় ছিনতাইকারীর হাত থেকেই চলতে থাকে। ভিডিওতে মোবাইল নেয়ার পরপরই দৃশ্য অন্ধকার হয়ে যায় এবং দৌড়ানোর শব্দ শোনা যায়। তবে ছিনতাইকারীকে কথা বলতে শোনা যায়নি।

এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়। নেটিজেনদের অনেকেই ঢাকার নিরাপত্তাব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে