ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫
Sharenews24

৪৫ কোটি টাকা আত্মসাৎ: ফারইস্টের বিপক্ষে দুদকের মামলা

২০২৫ আগস্ট ১৮ ১২:১৩:৪৭
৪৫ কোটি টাকা আত্মসাৎ: ফারইস্টের বিপক্ষে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান শেয়ারবাজার বাজারে তালিকাভুক্ত ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ১৪ পরিচালক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে ৪৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গত ৩১ জুলাই, দুদকের উপপরিচালক সৈয়দ আতাউল কবির ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, ২০১৩ সালের ৩ মার্চ অনুষ্ঠিত কোম্পানির ১৭৫তম পর্ষদ সভায়, রাজধানীর ৩৬ তোপখানা রোডে ৩৩.৫৬ শতাংশ জমি ও একটি ভবন ২২৫ কোটি টাকায় কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সম্পত্তির প্রকৃত মূল্য থেকে অযৌক্তিকভাবে অতিরিক্ত মূল্য নির্ধারণ করে আত্মসাতের উদ্দেশ্যে লেনদেন করা হয় বলে অভিযোগ করেছে দুদক।

অভিযুক্তরা:

নজরুল ইসলাম – চেয়ারম্যান, ফারইস্ট ইসলামী লাইফ ও প্রাইম পলিমার

মো. হেলাল মিয়া – প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আমানত শাহ গ্রুপ

শাহরিয়ার খালেদ – পরিচালক, পিএফআই প্রোপার্টিজ ও নর্দার্ন জেনারেল ইন্স্যুরেন্স

নাজনীন হোসেন – পরিচালক, মোশারফ গ্রুপ

ডা. মো. মনোয়ার হোসেন – প্রতিষ্ঠাতা পরিচালক, মেডিনোভা মেডিকেল সার্ভিস

কে এম খালেদ – চেয়ারম্যান, গেটকো টেলিকমিউনিকেশন

এম এ খালেক – উদ্যোক্তা, প্রাইম ব্যাংক ও প্রতিষ্ঠাতা, ম্যাক ফাউন্ডেশন

ড. ইফফাৎ জাহান – চেয়ারম্যান, টারটেক্স ইন্ডাস্ট্রিজ

খন্দকার মোস্তাক মাহমুদ – পরিচালক, ফারইস্ট ইসলামী লাইফ

মো. মিজানুর রহমান – পরিচালক, ফারইস্ট ইসলামী লাইফ

মোজাম্মেল হোসেন – প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মেডিনোভা

রাবেয়া বেগম – শেয়ারহোল্ডার পরিচালক, ফারইস্ট

ড. এম মোশাররফ হোসেন – সাবেক চেয়ারম্যান, আইডিআরএ (স্বতন্ত্র পরিচালক)

কাজী ফরিদ উদ্দীন আহমেদ – সাবেক এমডি, পিএফআই সিকিউরিটিজ (স্বতন্ত্র পরিচালক)

মো. হেমায়েত উল্যাহ – সাবেক ব্যবস্থাপনা পরিচালক, ফারইস্ট ইসলামী লাইফ

দুদক জানায়, সম্পত্তির অতিমূল্যায়নের মাধ্যমে কোম্পানির তহবিল থেকে বিপুল অর্থ আত্মসাৎ করা হয়েছে। অভিযুক্তরা যোগসাজশে এই অনিয়মে জড়িত বলে প্রাথমিক তদন্তে প্রমাণ পাওয়া গেছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে