ঢাকা, রবিবার, ১৭ আগস্ট ২০২৫
Sharenews24

রাষ্ট্রপতির ছবি সরানো নিয়ে রিজওয়ানার ব্যাখ্যা

২০২৫ আগস্ট ১৭ ১৬:০০:৩৭
রাষ্ট্রপতির ছবি সরানো নিয়ে রিজওয়ানার ব্যাখ্যা

নিজস্ব প্রতিবেদক: বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলার ঘটনায় আসন্ন জাতীয় নির্বাচনের সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রোববার (১৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন,"আমি আসল প্রেক্ষাপট জানি না, তবে একটি ছবির সঙ্গে নির্বাচনের সম্পর্ক থাকতে পারে না। সরকার যদি বিষয়টি লিখিতভাবে জানাতো, তবে আরও স্পষ্ট হতো।"

নির্বাচন সংক্রান্ত এক প্রশ্নে উপদেষ্টা বলেন,"ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না—এটি একটি রাজনৈতিক দলের বক্তব্য মাত্র। তবে প্রধান উপদেষ্টা যে সময় উল্লেখ করেছেন, সে অনুযায়ী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে।"

সিলেটে পাথর লুটের প্রসঙ্গে রিজওয়ানা হাসান বলেন,"স্থানীয় প্রশাসন হয়তো জড়িত ছিল, অথবা তারা নিরব ছিল। এ ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দ্রুতই সিদ্ধান্ত আসবে।"

সরকারের চলমান সংস্কার কার্যক্রম নিয়ে তিনি বলেন,"আলোচনা ও মত প্রকাশের স্বাধীনতা রয়েছে বলেই এখন সবাই অনেক কিছু বলছেন। সরকার সেই মতামত মূল্যায়ন করেই সংস্কার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।"

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে