ঢাকা, রবিবার, ১৭ আগস্ট ২০২৫
Sharenews24

মাইন্ডসেট নিয়ে যা বললেন ড. মিজানুর রহমান আজহারী

২০২৫ আগস্ট ১৭ ১২:১২:৪৩
মাইন্ডসেট নিয়ে যা বললেন ড. মিজানুর রহমান আজহারী

নিজস্ব প্রতিবেদক: জনপ্রিয় ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, মানুষের মানসিকতা বা 'মাইন্ডসেট' তার জীবনকে গভীরভাবে প্রভাবিত করে। সঠিক দৃষ্টিভঙ্গি ধারণ করতে পারলে জীবনের যেকোনো প্রতিকূলতা মোকাবিলা করা সম্ভব। সম্প্রতি Guardian Research Foundation আয়োজিত 'ইসলামিক কনফারেন্স ২০২৫'-এ 'মাইন্ডসেট' বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।

ড. আজহারী 'মাইন্ডসেট' এর ব্যাখ্যা দিয়ে বলেন, "এটি হলো মানুষের মনস্তত্ত্ব বা চিন্তার ধরণ। একজন মানুষ যেভাবে চিন্তা করে, পারিপার্শ্বিকতাকে দেখে এবং সিদ্ধান্ত গ্রহণ করে, সেটিই তার মাইন্ডসেট।" তিনি "দৃষ্টিভঙ্গি বদলান, তো জীবন বদলে যাবে" – এই উক্তির ওপর গুরুত্ব আরোপ করে বলেন, মানসিকতার পরিবর্তনই জীবনের প্রকৃত পরিবর্তনের চাবিকাঠি।

আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনদর্শন ও মানসিকতাকে তুলে ধরেন। নিজের গবেষণালব্ধ তথ্যের ভিত্তিতে ড. আজহারী রাসূল (সাঃ) এর ১২টি অনন্য মাইন্ডসেট বা মানসিকতার কথা উল্লেখ করেন। সেগুলো হলো: আল্লাহ-কেন্দ্রিক, দূরদৃষ্টি-সম্পন্ন, প্রজ্ঞা-চালিত, সংস্কার-কেন্দ্রিক, মুক্তমনা, উদ্যোক্তা সুলভ, সুবিবেচক, স্বচ্ছ, প্রশংসাসূচক, নমনীয়, আশাবাদী এবং স্থিতিস্থাপক।

এর মধ্যে তিনি 'আল্লাহ-কেন্দ্রিক' (God-centric) মাইন্ডসেটের ওপর বিশেষভাবে আলোকপাত করেন। তিনি বলেন, "এই মানসিকতার অর্থ হলো জীবনের প্রতিটি কাজ আল্লাহকে কেন্দ্র করে করা, তাঁর সন্তুষ্টিকে প্রাধান্য দেওয়া এবং সর্বদা তাঁর উপস্থিতি অনুভব করা।" তিনি আরও বলেন, রাসূল (সাঃ) এর জীবনের প্রতিটি মুহূর্ত ছিল আল্লাহ-কেন্দ্রিক। তিনি আল্লাহকেই তাঁর একমাত্র অভিভাবক এবং চূড়ান্ত ভরসাস্থল হিসেবে মানতেন।

এই ধরনের মানসিকতা ধারণের সুফল বর্ণনা করে ড. আজহারী বলেন, "যে ব্যক্তি আল্লাহ-কেন্দ্রিক মানসিকতার অধিকারী হয়, সে একটি ঐশ্বরিক শক্তির আবরণে (Divine Power Shield) সুরক্ষিত থাকে। জীবনের কোনো ঝড়-ঝঞ্ঝা বা প্রতিকূলতা তাকে স্পর্শ করতে পারে না, কারণ সে এক মহাশক্তিধর সত্তার সঙ্গে সংযুক্ত।" তিনি "যার কেউ নেই, তার আল্লাহ আছে" এই গভীর বিশ্বাসকে আল্লাহ-কেন্দ্রিক মাইন্ডসেটের মূল ভিত্তি হিসেবে উল্লেখ করেন। তাঁর এই বক্তব্য উপস্থিত শ্রোতাদের মধ্যে ব্যাপক অনুপ্রেরণা সৃষ্টি করে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে