ঢাকা, শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫
Sharenews24

হজে ঘুষ নিলে কড়া হুঁশিয়ারি ধর্ম উপদেষ্টার

২০২৫ আগস্ট ১৪ ১৩:০৫:০০
হজে ঘুষ নিলে কড়া হুঁশিয়ারি ধর্ম উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক: হজ কার্যক্রমে দুর্নীতি ও ঘুষ নেওয়া নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, তার মন্ত্রণালয়ে দুর্নীতিকে কোনভাবেই বরদাস্ত করা হবে না। যারা হজ কার্যক্রমে ঘুষ নেবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ফাঁসির সাজা দেয়া হবে। তিনি হজ এজেন্সিগুলোর সহযোগিতাও প্রত্যাশা করেন।

এই কথা তিনি বৃহস্পতিবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় পর্যায়ে আয়োজিত হজ ও ওমরাহ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন। মেলার আয়োজন করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব), যা ১৬ আগস্ট পর্যন্ত চলবে।

ড. খালিদ হোসেন আরও জানান, উড়োজাহাজের ভাড়া কমানোর জন্য ইতোমধ্যেই কাজ শুরু হয়েছে এবং এ বিষয়ে হাবের প্রতিনিধিদের মতামত নেওয়া হবে।

তিনি সতর্ক করেন, গতবারের হজে কিছু এজেন্সি যাত্রীদের কাছে জর্দা ও তামাক সরবরাহ করেছিল যা ঢাকা বিমানবন্দরের স্ক্যানার ফাঁকি দিয়ে প্রবেশ করানো হয়েছিল। সৌদি আরবে জর্দাকে মাদক হিসেবে গণ্য করা হয়, তাই এটি বাংলাদেশের মর্যাদা ক্ষুণ্ন করছে।

এছাড়া, গতবার জেদ্দা বিমানবন্দরে এক এজেন্সি মালিকের মাধ্যমে দুই কেজি ৮০ গ্রাম স্বর্ণ পাচারের চেষ্টা ধরা পড়েছে, যা দেশের সুনাম ক্ষুণ্নকারী একটি ঘটনায় গণ্য হবে বলে তিনি উল্লেখ করেন। ধর্ম উপদেষ্টা সকলকে সচেতন থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার, মহাসচিব ফরিদ আহমেদ মজুমদারসহ অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে