ঢাকা, শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫
Sharenews24

বাজার থেকে সরিয়ে নেওয়া হলো কোকা-কোলা

২০২৫ আগস্ট ১৪ ১২:২৬:২০
বাজার থেকে সরিয়ে নেওয়া হলো কোকা-কোলা

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্যে কোকা-কোলার জনপ্রিয় পানীয় অ্যাপলটাইজার-এর কিছু ব্যাচ জরুরি ভিত্তিতে বাজার থেকে প্রত্যাহার করা হয়েছে। পরীক্ষায় দেখা গেছে, এসব ক্যানজাত পানীয়তে ক্লোরেট নামের একটি রাসায়নিক পদার্থের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে।

ক্লোরেট সাধারণত পানির জীবাণুনাশক প্রক্রিয়ায় উৎপন্ন হয় এবং অতিরিক্ত মাত্রায় গ্রহণ করলে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, বিশেষত শিশুদের জন্য বিপজ্জনক হতে পারে।

প্রভাবিত পণ্য:

▪️ ৬ ক্যানের মাল্টিপ্যাক

▪️ উৎপাদন কোড: ৩২৮জিএফ থেকে ৩৩৮জিএফ

▪️ ব্যবহারযোগ্যতার তারিখ: ৩০ নভেম্বর বা ৩১ ডিসেম্বর

ক্যানের নিচে এই তথ্য ছাপা থাকে।

যুক্তরাজ্যের খুচরা বিক্রেতা সাইনসবুরিজ জানিয়েছে, এসব ক্যান পান না করে ফেরত দিলে পুরো টাকা ফেরত দেওয়া হবে।ছাড়া, কোকা-কোলা এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করে জানিয়েছে, এই সমস্যা শুধুমাত্র অ্যাপলটাইজারের নির্দিষ্ট ব্যাচে সীমাবদ্ধ, অন্য কোনো পণ্য এতে আক্রান্ত নয়।

না, এর আগেও ২০২৫ সালের জানুয়ারিতে অ্যাপলটাইজার, কোকা-কোলা এবং স্প্রাইটের কিছু ব্যাচ একই কারণে বাজার থেকে প্রত্যাহার করা হয়েছিল।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে