ঢাকা, বুধবার, ১৩ আগস্ট ২০২৫
Sharenews24

১২ বছরের একটা মেয়েকে ২২৩ বার ধর্ষণ 

২০২৫ আগস্ট ১৩ ১৬:৫৯:৩৫
১২ বছরের একটা মেয়েকে ২২৩ বার ধর্ষণ 

নিজস্ব প্রতিবেদক : ভারতে পাচার হওয়া ১২ বছর বয়সী এক বাংলাদেশি কিশোরীকে গত তিন মাসে ২২৩ জন পুরুষ ধর্ষণ করেছে বলে ভয়াবহ অভিযোগ উঠেছে। মহারাষ্ট্রের একটি স্বেচ্ছাসেবী সংগঠন জানিয়েছে, কিশোরীটির ওপর গুজরাট এবং মহারাষ্ট্রের বিভিন্ন স্থানে এই পাশবিক নির্যাতন চালানো হয়। পুলিশ একটি মানব পাচার চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত ২৩শে জুলাই তাকে উদ্ধার করে।

স্বেচ্ছাসেবী সংগঠন 'হারমনি ফাউন্ডেশন'-এর প্রতিষ্ঠাতা আব্রাহام মাথাই বিবিসিকে জানান, খুলনার বাসিন্দা ওই কিশোরী স্কুলের পরীক্ষায় এক বিষয়ে ফেল করার পর বাবা-মায়ের বকা খাওয়ার ভয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। এই সুযোগে এক পরিচিত নারী তাকে ভালো কাজের লোভ দেখিয়ে সীমান্ত পার করে ভারতে নিয়ে আসে। সেখানে তার জাল পরিচয়পত্র তৈরি করে বিমানে মুম্বাই পাঠানো হয়।

উদ্ধারের পর কিশোরীটি জানায়, তাকে কৃত্রিমভাবে শারীরিক গঠন বৃদ্ধির জন্য হরমোন ইনজেকশন দেওয়া হতো এবং গুজরাট ও মহারাষ্ট্রের বিভিন্ন হোটেল ও খামারবাড়িতে নিয়ে নির্যাতন চালানো হতো। মীরা-ভায়ান্দার-ভাসাই-ভিরার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় চারজন পুরুষ ও দুইজন নারীসহ মোট নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজন বাংলাদেশি নাগরিকও রয়েছে।

এরই মধ্যে, গত সপ্তাহে তেলেঙ্গানার হায়দ্রাবাদে ১৫ বছর বয়সী আরেক বাংলাদেশি কিশোরী থানায় গিয়ে সাহায্য প্রার্থনা করে। ঢাকার বাসিন্দা ওই কিশোরীর অভিযোগ, এক প্রতিবেশী তাকে ভারতে এনে দেহ ব্যবসায় নামিয়েছে। তার তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে একটি আন্তর্জাতিক যৌন ব্যবসা চক্রের সন্ধান পায় এবং পশ্চিমবঙ্গের তিনজন নারীসহ একাধিক ভুক্তভোগীকে উদ্ধার করে।

'হারমনি ফাউন্ডেশন'-এর আব্রাহাম মাথাই বলেন, "কিশোরীটি যখন আমাকে বলছিল যে গত তিন মাসে ২২৩ জন পুরুষ তাকে ধর্ষণ করেছে, ওর চোখেমুখে আতঙ্কের ছাপ স্পষ্ট দেখতে পাচ্ছিলাম।" তিনি এই ঘটনায় জড়িত প্রত্যেক 'খদ্দের'কে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন, যাতে সমাজে একটি কঠোর বার্তা পৌঁছায়।

স্বেচ্ছাসেবী সংগঠনগুলো বলছে, বাংলাদেশ থেকে নারী ও কিশোরী পাচারের ঘটনা ব্যাপক এবং এর ভুক্তভোগীর সংখ্যা অনেক। 'এক্সোডাস রোড ইন্ডিয়া ফাউন্ডেশন' নামে আরেকটি সংস্থা জানিয়েছে, শুধু মহারাষ্ট্রেই গত পাঁচ বছরে তারা ৫০ জনেরও বেশি বাংলাদেশি নারী ও কিশোরীকে উদ্ধার করেছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে