ঢাকা, বুধবার, ১৩ আগস্ট ২০২৫
Sharenews24

ঋণখেলাপিদের জন্য দুঃসংবাদ দিলেন অর্থ উপদেষ্টা

২০২৫ আগস্ট ১৩ ১৬:৪২:১৬
ঋণখেলাপিদের জন্য দুঃসংবাদ দিলেন অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : ঋণখেলাপিরা আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

বুধবার (১৩ আগস্ট) সচিবালয়ের অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘ইপি পেনশন’ উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন,“নির্বাচন কমিশনের উচিত ঋণখেলাপিদের শনাক্ত করা। তবে সমস্যা হলো, অনেকে কোর্ট থেকে স্টে অর্ডার নিয়ে নির্বাচন করে ফেলেন। মহিউদ্দিন খান আলমগীর তো ঋণখেলাপি হয়েও পাঁচ বছর কাটিয়ে দিয়েছিলেন।”

নির্বাচনে কালোটাকার ব্যবহার নিয়ে প্রশ্ন করলে অর্থ উপদেষ্টা বলেন,“কালোটাকার উৎস ও ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিতে হবে। আগে যাঁরা ব্যাংক, মিডিয়া, শিল্পপ্রতিষ্ঠান সবকিছুর মালিক ছিলেন, এখন সে অবস্থা অনেকটা কমেছে। কিছুটা হলেও এখন চেক অ্যান্ড ব্যালেন্স কাজ করছে।”

তিনি আরও বলেন,“অর্থনৈতিক উন্নয়ন নির্ভর করে রাজনৈতিক সংস্কৃতির ওপর। যদি রাজনীতিকরা টাকার বিনিময়ে মনোনয়ন বা ভোট দেন, তাহলে অর্থ মন্ত্রণালয় থেকে কিছু করা সম্ভব নয়।”

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে