ঢাকা, বুধবার, ১৩ আগস্ট ২০২৫
Sharenews24

প্রাইম ব্যাংকের বোর্ডে আসছে বড় ধাক্কা

২০২৫ আগস্ট ১৩ ১০:৪৩:০৭
প্রাইম ব্যাংকের বোর্ডে আসছে বড় ধাক্কা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের বেসরকারি খাতের অন্যতম প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক-এ প্রায় তিন দশকের পারিবারিক কর্তৃত্বের অবসান ঘটতে যাচ্ছে। ব্যাংকটির প্রতিষ্ঠাতা পরিচালক ও ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরীর পরিবার থেকে বোর্ড সদস্যের সংখ্যা কমে আসবে বাংলাদেশ ব্যাংকের প্রস্তাবিত নতুন আইন অনুযায়ী।

বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রস্তাবিত ব্যাংক কোম্পানি আইন সংশোধন করে একটি অধ্যাদেশ জারি করার পরিকল্পনা রয়েছে। এটি কার্যকর হলে—

একই পরিবার থেকে সর্বোচ্চ দুজন বোর্ড সদস্য থাকতে পারবেন।

টানা ছয় বছরের বেশি সময় দায়িত্বে থাকা পরিচালকদের বাধ্যতামূলক অবসর নিতে হবে।

বোর্ডে ৫০ শতাংশ সদস্য হবেন স্বতন্ত্র পরিচালক, যাদের মনোনয়ন আসবে বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত প্যানেল থেকে।

ব্যাংকগুলো আর নিজের পছন্দমতো কেউকে বোর্ডে নিয়োগ দিতে পারবে না।

এই আইনের ফলে আজম জে চৌধুরী, তার ছেলে তানজিল চৌধুরী ও তানভীর চৌধুরীর মধ্যে অন্তত একজনকে সরে দাঁড়াতে হবে। একই সঙ্গে ছয় বছরের বেশি সময় ধরে দায়িত্বে থাকা যেসব পরিচালক রয়েছেন, তাদেরও বিদায় নিতে হবে।

১৯৯৫ সালে প্রাইম ব্যাংকের যাত্রা শুরু থেকেই আজম জে চৌধুরী বোর্ডে সক্রিয়। তিনি একাধিকবার চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন। ২০২০ সালে তিনি আনুষ্ঠানিকভাবে পদ ছেড়ে দিলেও ব্যাংকের অভ্যন্তরীণ সূত্রমতে, এখনও অনেক নীতিনির্ধারণী সিদ্ধান্তে মূল নেতৃত্ব তিনিই দিয়ে থাকেন।

বিশ্লেষকদের মতে, দেশের ব্যাংকিং খাতে আমানতের ৯০ শতাংশ জনগণের হলেও, নীতিনির্ধারণী ক্ষমতা থাকে গুটিকয়েক উদ্যোক্তা পরিবারের হাতে, যাদের শেয়ারের হার গড়ে মাত্র ২.৫ শতাংশ। এতে বোর্ডে ভারসাম্যহীনতা তৈরি হয় এবং সাধারণ আমানতকারীদের স্বার্থ উপেক্ষিত হয়।

বিশ্বব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন,"উদ্যোগটি অত্যন্ত ইতিবাচক, তবে এটি সব ব্যাংকের ক্ষেত্রে সমভাবে প্রয়োগ নিশ্চিত করতে হবে। কাউকে ছাড় দিলে এর কার্যকারিতা থাকবে না।"

নতুন আইন কার্যকর হলে প্রাইম ব্যাংকের দীর্ঘদিনের পারিবারিক নিয়ন্ত্রণের অবসান ঘটবে এবং বোর্ডে পেশাদার, স্বতন্ত্র প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। সংশ্লিষ্টদের মতে, এটি ব্যাংক খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আমানতকারীর স্বার্থরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে