ঢাকা, বুধবার, ১৩ আগস্ট ২০২৫
Sharenews24

পাম অয়েলের দাম কমানোর ঘোষণা

২০২৫ আগস্ট ১২ ১৬:৩৬:১৬
পাম অয়েলের দাম কমানোর ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : পাম অয়েলের দাম লিটারে ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করেছে সরকার। মঙ্গলবার (১২ আগস্ট) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

তিনি বলেন, “আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম স্থির থাকায় এখনই সয়াবিনের মূল্য কমানোর সুযোগ হয়নি। তবে পাম অয়েলের আন্তর্জাতিক দর হ্রাস পাওয়ায়, তা বিবেচনায় নিয়ে সরকার লিটারপ্রতি দাম কমিয়েছে।”

নতুন মূল্য ও প্রেক্ষাপট:

পূর্বের দাম: প্রতি লিটার খোলা পাম অয়েল ১৬৯ টাকা

নতুন দাম: প্রতি লিটার খোলা পাম অয়েল ১৫০ টাকা

মূল্য হ্রাস: লিটারে ১৯ টাকা

বাণিজ্য সচিব আরও জানান, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ভোজ্যতেলের আন্তর্জাতিক ও স্থানীয় বাজারের সরবরাহ ও চাহিদা নিয়মিত পর্যবেক্ষণ করে। কমিশনের সুপারিশ অনুযায়ীই এই মূল্য হ্রাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে বোতলজাত সয়াবিন তেলের মূল্য এখনই কমছে না। সেটি পূর্বের মতোই প্রতি লিটার ১৮৯ টাকা থাকবে।

এই সিদ্ধান্তে সাধারণ ভোক্তারা খানিকটা স্বস্তি পাবেন বলে আশা করছে বাণিজ্য মন্ত্রণালয়। আন্তর্জাতিক বাজার পরিস্থিতি অনুকূলে থাকলে ভবিষ্যতেও মূল্য সমন্বয়ের সম্ভাবনা রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে