ঢাকা, বুধবার, ১৩ আগস্ট ২০২৫
Sharenews24

হাউমাউ করে কাঁদলেন সেই মতিউর!

২০২৫ আগস্ট ১২ ১৬:২৬:৪৩
হাউমাউ করে কাঁদলেন সেই মতিউর!

নিজস্ব প্রতিবেদক : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমান মঙ্গলবার (১২ আগস্ট) আদালতে জামিন শুনানিকালে কান্নায় ভেঙে পড়েন। তবে আদালত তার আবেগঘন বক্তব্য শুনেও জামিন মঞ্জুর না করে আবেদন খারিজ করে দেন।

ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালতে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তাকে হাজির করা হয়। এই মামলাটি ‘ছাগলকাণ্ড’ নামে পরিচিত, যা গত বছর কোরবানির সময় সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনার জন্ম দেয়।

মতিউর রহমানের পক্ষে আইনজীবী মো. ওয়াহিদুজ্জামান জামিনের আবেদন করেন। এরপর মতিউর নিজেই কিছু বলার অনুমতি চান। বিচারক অনুমতি দিলে তিনি বলেন:"আমি কারাগার থেকে দুদককে একটি চিঠি দিয়েছিলাম। আমি আপনাকে সেই চিঠি দিচ্ছি। আপনি তা পড়ে যে সিদ্ধান্ত দেবেন, আমি তা মেনে নেব। আমার পরিবার ধ্বংস হয়ে গেছে। আমি এবং আমার স্ত্রী—দুজনেই কারাগারে। আমার মা পক্ষাঘাতগ্রস্ত, তাকে দেখার কেউ নেই।"

এই বক্তব্য দিতে দিতে তিনি আদালতে কেঁদে ফেলেন এবং বলেন:"আমাকে জামিন দিন। আমি জামিনে মুক্ত হয়ে আদালতে প্রমাণ উপস্থাপন করতে পারলে নির্দোষ প্রমাণ করতে পারব।"

বিচারক তার আবেগ বুঝলেও বলেন, মামলাটি তদন্তাধীন এবং এই পর্যায়ে দোষী বা নির্দোষ বলা সম্ভব নয়। বিচারক মতিউরকে ধৈর্য ধরার পরামর্শ দিয়ে জামিন আবেদন নামঞ্জুর করেন।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে