ঢাকা, সোমবার, ৪ আগস্ট ২০২৫
Sharenews24

এক বৈঠকে দুইবার তাশাহুদ পড়লে করণীয়

২০২৫ আগস্ট ০৪ ১০:৪৮:২৪
এক বৈঠকে দুইবার তাশাহুদ পড়লে করণীয়

নিজস্ব প্রতিবেদক: প্রশ্ন: তিন বা চার রাকাতবিশিষ্ট নামাজে কেউ যদি প্রথম বৈঠকে ভুলবশত দুইবার তাশাহুদ (আত্তাহিয়াতু) পড়ে ফেলেন, তবে কি সাহু সেজদা দিতে হবে?

উত্তর: হ্যাঁ, একাকী নামাজ আদায়কারী (মুনফারিদ) হোক বা ইমাম— যদি প্রথম বৈঠকে ভুলবশত দুইবার তাশাহুদ পড়ে ফেলেন, তাহলে নামাজের শেষে সেজদায়ে সাহু দিতে হবে। কারণ, নামাজের তৃতীয় রাকাতের জন্য দাঁড়ানো ফরজ, আর অতিরিক্ত তাশাহুদের কারণে সে ফরজ আদায়ে বিলম্ব হয়েছে।

তবে,তাশাহুদের কোনো অংশ ভুল হলে এবং সংশোধনের উদ্দেশ্যে তা আবার পড়লে সাহু সেজদা লাগবে না।

মুক্তাদি (যিনি ইমামের পেছনে নামাজ পড়ছেন) যদি প্রথম বৈঠকে একাধিকবার তাশাহুদ পড়ে ফেলেন, তাহলে তার নামাজে কোনো ক্ষতি হবে না এবং সাহু সেজদাও জরুরি নয়।

শেষ বৈঠকে (তাশাহুদের পরে সালামের আগে) যদি কেউ ভুলে একাধিকবার তাশাহুদ পড়ে, তাহলেও নামাজ নষ্ট হবে না এবং সাহু সেজদাও দিতে হবে না। তবে নিয়ম অনুযায়ী তাশাহুদ একবার পড়াই যথার্থ এবং তা ইচ্ছাকৃতভাবে একাধিকবার পড়া উচিত নয়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

লাইফ স্টাইল এর সর্বশেষ খবর

লাইফ স্টাইল - এর সব খবর



রে