ঢাকা, সোমবার, ৪ আগস্ট ২০২৫
Sharenews24

‘গরিবের ছেলে টাকার লোভ সামলাতে পারিনি’

২০২৫ আগস্ট ০৪ ০৯:১০:২৯
‘গরিবের ছেলে টাকার লোভ সামলাতে পারিনি’

নিজস্ব প্রতিবেদক: ঢাকার গুলশান থানায় দায়ের করা চাঁদাবাজির মামলায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের বহিষ্কৃত নেতা আব্দুর রাজ্জাক রিয়াদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল (৩ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে তিনি স্বেচ্ছায় এ জবানবন্দি দেন।

রিয়াদ স্বীকার করেন, তিনি ও সহকর্মী জানে আলম অপু মিলে সাবেক এমপি শাম্মী আহম্মেদর বাসা থেকে হুমকি দিয়ে ১০ লাখ টাকা আদায় করেন এবং তা সমানভাবে ভাগ করে নেন। আদালতে তিনি বলেন, "আমি গরিবের ছেলে, তাই টাকার লোভ সামলাতে পারিনি।"

রিয়াদ জানান, গত ১৭ জুলাই রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র সহসভাপতি জাকির হোসেন মঞ্জুর ফোনে গুলশান জোনের ডিসির সঙ্গে যোগাযোগ করেন। রিয়াদের দাবি, শাম্মী আহম্মেদের বাসায় অবস্থান সম্পর্কে তিনি ডিসিকে অবহিত করেন। পরে পুলিশের সহযোগিতায় তারা অভিযানে যান, যদিও সেদিন শাম্মী বাসায় ছিলেন না।

পরদিন (১৮ জুলাই) সকাল ১০টার দিকে রিয়াদ ও অপু আবার বাসায় যান এবং এয়ারপড ফেরত দেওয়ার সময় পানি খাওয়ার অজুহাতে ভেতরে ঢুকে শাম্মীর স্বামীর কাছে ৫০ লাখ টাকা দাবি করেন। শেষ পর্যন্ত ১০ লাখ টাকা নিয়েই তারা চলে আসেন।

২৫ জুলাই রিয়াদ ও তার সহযোগীরা বাকি ৪০ লাখ টাকা নিতে ফের শাম্মীর বাসায় গেলে পুলিশ তাদের গ্রেপ্তার করে। তবে অপু পালিয়ে যান।

জবানবন্দির পর রিয়াদকে কারাগারে পাঠানো হয়। একই মামলায় গ্রেপ্তার মো. ইব্রাহিম হোসেন, সাকাদাউন সিয়াম, ও সাদমান সাদাবকেও রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। তারা সবাই গণতান্ত্রিক ছাত্র সংসদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা এবং চাঁদাবাজির ঘটনার পর সংগঠন থেকে বহিষ্কৃত।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে