ঢাকা, রবিবার, ৩ আগস্ট ২০২৫
Sharenews24

সমাবেশ থেকে ছাত্রদলের ৯ প্রতিশ্রুতি ঘোষণা

২০২৫ আগস্ট ০৩ ১৮:৪০:৩৪
সমাবেশ থেকে ছাত্রদলের ৯ প্রতিশ্রুতি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহবাগে আয়োজিত ছাত্র সমাবেশ থেকে ৯ দফা প্রতিশ্রুতি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি সংগঠনের পক্ষ থেকে শিক্ষার্থী অধিকার, নিরাপদ ক্যাম্পাস, গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষায় ভবিষ্যৎ কর্মকৌশল ও প্রতিশ্রুতির রূপরেখা তুলে ধরেন।

ঘোষিত ৯টি প্রতিশ্রুতি:

১. ক্যাম্পাসে রাজনৈতিক নিপীড়নের অবসান:গেস্টরুম নির্যাতন, গণরুম সংস্কৃতি, জোরপূর্বক কর্মসূচিতে অংশ নেওয়া এবং মতপার্থক্যের কারণে নির্যাতনের মতো ঘৃণিত চর্চার স্থায়ী বিলোপ। ছাত্রদল প্রতিটি শিক্ষাঙ্গনে সন্ত্রাস ও অপরাধবিরোধী ভূমিকা রাখবে।

২. নিরাপদ আবাসন ও শিক্ষার পরিবেশ:শিক্ষার্থীদের জন্য বাসযোগ্য আবাসিক হল, পুষ্টিকর খাদ্য এবং পড়াশোনার উপযোগী পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের ওপর চাপ প্রয়োগ ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।

৩. সাম্য ও মানবিক রাষ্ট্র বিনির্মাণ:ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সবার জন্য ন্যায়বিচারভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার। নারীদের শিক্ষা ও কর্মক্ষেত্রে সমান অংশগ্রহণ ও নিরাপত্তা নিশ্চিতে জোরালো উদ্যোগ।

৪. বাংলাদেশপন্থি শিক্ষানীতি:সাম্প্রদায়িক সম্প্রীতির ভিত্তিতে ফ্যাসিবাদ ও আধিপত্যবিরোধী চিন্তা সংযোজনে একটি সর্বজনীন, প্রগতিশীল শিক্ষানীতি প্রণয়ন এবং পাঠক্রম সংস্কারের দাবি।

৫. কর্মমুখী শিক্ষা ও প্রশ্নফাঁস রোধ:বেকারত্ব দূর করতে প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা চালু এবং একাডেমিক ও চাকরির পরীক্ষায় প্রশ্নফাঁস ও দুর্নীতি প্রতিরোধে সোচ্চার ভূমিকা।

৬. মাদকমুক্ত শিক্ষাঙ্গন:মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি ও ক্যাম্পাসে মাদক নির্মূলে অগ্রণী ভূমিকা পালনের অঙ্গীকার।

৭. সাংস্কৃতিক আন্দোলন জোরদার:বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে ঐতিহাসিক আন্দোলনের চেতনায় সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলা।

৮. ছাত্র সংসদ নির্বাচন:সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ছাত্র সংসদ (এসইউ) নির্বাচন নিশ্চিত করতে ভূমিকা রাখা।

৯. গণতন্ত্র ও অধিকার রক্ষা:ফ্যাসিবাদ বা স্বৈরাচারের পুনরাবৃত্তি রোধে সক্রিয় থাকা। মতপ্রকাশ, ভোটাধিকার ও মানবাধিকারের পক্ষে আপসহীন অবস্থান গ্রহণ।

ছাত্রদল জানিয়েছে, এসব প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে তারা একটি সত্যিকারের গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে