ঢাকা, রবিবার, ৩ আগস্ট ২০২৫
Sharenews24

শিক্ষা খাতে বিনিয়োগ ঘোষণা করলো এশীয় উন্নয়ন ব্যাংক

২০২৫ আগস্ট ০৩ ১৬:৫৯:৩৩
শিক্ষা খাতে বিনিয়োগ ঘোষণা করলো এশীয় উন্নয়ন ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি) খাতের উন্নয়নে ১৫০ মিলিয়ন ডলার ঋণ সহায়তা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

রোববার (৩ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকার ও এডিবির মধ্যে এই ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী ও এডিবির কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং নিজ নিজ পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন।

এডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, এই অর্থ কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, দারিদ্র্য ও সামাজিক বঞ্চনা হ্রাস এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক দক্ষতা গড়ে তুলতে ব্যবহার করা হবে।

এডিবি জানায়, বাংলাদেশের অর্থনৈতিক বৈচিত্র্যকরণের লক্ষ্য সামনে রেখে অগ্রাধিকার পাচ্ছে পাঁচটি খাত:

যান্ত্রিক (Mechanical)

ইলেকট্রনিক্স ও বৈদ্যুতিক (Electronics & Electrical)

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT)

সিভিল (Civil)

খাদ্য ও কৃষি (Food & Agriculture)

এই কর্মসূচির আওতায় ঢাকার বাইরের সুবিধাবঞ্চিত এলাকাগুলোর টিভিইটি শিক্ষকদের জন্য উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এতে তারা আধুনিক প্রযুক্তি ও পদ্ধতির ওপর দক্ষতা অর্জন করতে পারবেন।

হোয়ে ইউন জিয়ং বলেন, "এই প্রকল্প সরকারের সমন্বিত টিভিইটি অ্যাকশন প্ল্যানের সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে বাস্তবায়িত হবে। এতে দক্ষ শিক্ষক তৈরি, মানসম্পন্ন শিক্ষা এবং চাকরির প্রস্তুতির জন্য শিক্ষার্থীদের উপযোগী করে গড়ে তোলা যাবে।"

এডিবির তথ্য অনুযায়ী, প্রকল্প শেষে কমপক্ষে ১০ হাজার শিক্ষক তাদের পেশাগত দক্ষতা বাড়াতে পারবেন, যার ইতিবাচক প্রভাব পড়বে ২ লাখ ৫০ হাজারের বেশি শিক্ষার্থীর ওপর। এ কর্মসূচির মাধ্যমে দেশব্যাপী টেকসই ও মানসম্পন্ন টিভিইটি শিক্ষাব্যবস্থা গড়ে তোলা হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে