ঢাকা, রবিবার, ৩ আগস্ট ২০২৫
Sharenews24

ছাত্রদলের প্রোগ্রামে দুই সিটি করপোরেশনের ‘চমক’

২০২৫ আগস্ট ০৩ ১৫:১৭:৪২
ছাত্রদলের প্রোগ্রামে দুই সিটি করপোরেশনের ‘চমক’

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহবাগে ছাত্রদলের ডাকা সমাবেশ ঘিরে নাগরিক সেবায় এগিয়ে এসেছে ঢাকার দুই সিটি করপোরেশন। ঢাকা উত্তর সিটি করপোরেশন ভ্রাম্যমাণ টয়লেট সরবরাহ করেছে, আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সড়কে পানি ছিটিয়ে ধুলা নিয়ন্ত্রণ করেছে। এতে নেতাকর্মীরা প্রকাশ করেছেন স্বস্তি ও সন্তুষ্টি।

রোববার (৩ আগস্ট) দুপুর ১২টার পর দক্ষিণ সিটি করপোরেশন শাহবাগ মোড় ও পার্শ্ববর্তী সড়কে পানি ছিটায়। বিশেষভাবে বারডেম, বিএসএমএমইউ এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রবেশপথসংলগ্ন এলাকাগুলোতে এই ব্যবস্থা নেওয়া হয়, যাতে সমাবেশস্থলের পরিবেশ সহনীয় থাকে।

অন্যদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশন ফুল মার্কেট ও শিশুপার্ক-সংলগ্ন এলাকায় স্থাপন করেছে ভ্রাম্যমাণ টয়লেট, যাতে দূরদূরান্ত থেকে আগত অংশগ্রহণকারীরা সহজেই ব্যবহার করতে পারেন। এই সেবামূলক ব্যবস্থার জন্য প্রশংসিত হয়েছে উত্তর সিটি করপোরেশন।

ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, “রাজনৈতিক কর্মসূচির সময় যদি এভাবে সিটি করপোরেশনগুলো সহযোগিতা করে, তবে জনদুর্ভোগ কমবে এবং শৃঙ্খলিত পরিবেশে কর্মসূচি পালন করা যাবে।”

রাজনৈতিক মতভেদ থাকলেও নাগরিক সেবা নিশ্চিত করতে স্থানীয় সরকারের এমন ভূমিকাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরাও।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে