ঢাকা, সোমবার, ২৮ জুলাই ২০২৫
Sharenews24

ওয়াকআউটের পেছনের কারণ জানালেন সালাহউদ্দিন

২০২৫ জুলাই ২৮ ১৬:১৫:৩৫
ওয়াকআউটের পেছনের কারণ জানালেন সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক: নির্বাহী বিভাগকে অতিরিক্ত দুর্বল করার অভিযোগ তুলে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে ওয়াকআউট করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। সোমবার (২৮ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত বৈঠকে অংশ নিয়ে তিনি এ সিদ্ধান্ত নেন।

বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ বলেন, “জনগণের প্রত্যাশা অনেক। নতুন রাজনৈতিক বাস্তবতায় নির্বাহী বিভাগকে শক্তিশালী ও কার্যকর রাখা জরুরি। কিন্তু বর্তমান প্রস্তাবনায় আমরা যে ধারা দেখতে পাচ্ছি, তাতে নির্বাহী বিভাগকে দুর্বল করার একটি প্রবণতা স্পষ্ট।” তিনি আরও বলেন, “এইভাবে রাষ্ট্রের কাঠামো দুর্বল হলে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হবে না।”

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, "আমরা কিছু সময়ের জন্য ওয়াকআউট করেছি বলেই বলুন। তবে আলোচনায় ফিরে আসবো, অবশ্যই যাবো।” তিনি জানান, “কমিশন যদি ‘নোট অব ডিসেন্ট’ দিয়ে সবাইকে একমত করতে চায়, তাহলে সেটি চাপ সৃষ্টি করা হয়। কমিশনের কাজ হলো ঐকমত্য তৈরি করা, চাপ সৃষ্টি করে মতামত আদায় করা নয়।”

তিনি বলেন, “গণতন্ত্র মানেই সব বিষয়ে একমত হওয়া নয়। ভিন্নমত থাকবে, দ্বিমত থাকবে। আমরা সেই গণতন্ত্রের জন্যই সংগ্রাম করেছি। এখানে কেউ শপথ নেয়নি যে, সবকিছুতেই ঐকমত্যে পৌঁছাবে। সবার মতামত থাকা গণতান্ত্রিক প্রক্রিয়ারই অংশ।”

প্রসঙ্গত, রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের আলোচনার ২০তম দিনে আজকের এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতেই সরকারি কর্মকমিশন, দুর্নীতি দমন কমিশন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগ সংক্রান্ত আলোচনা থেকে বিএনপির প্রতিনিধিরা বেরিয়ে যান।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে