ঢাকা, সোমবার, ২৮ জুলাই ২০২৫
Sharenews24

ফের লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

২০২৫ জুলাই ২৮ ১৬:০৫:২৭
ফের লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: চিকিৎসার জন্য আবারও লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।চিকিৎসকদের পরামর্শে তার ফলোআপ চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির নির্ভরযোগ্য সূত্র।

বিষয়টি নিশ্চিত করে রোববার সন্ধ্যায় সংবাদ মাধ্যমকে জানিয়েছে অন্তর্বর্তী সরকার এবং বিএনপির ঘনিষ্ঠ একাধিক সূত্র।

জানা গেছে, এ বিষয়ে প্রয়োজনীয় সহায়তা চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছে বিএনপি। চিকিৎসকরা বেগম জিয়ার লন্ডনে চিকিৎসা ফলোআপকে অত্যন্ত জরুরি হিসেবে দেখছেন।

এর আগেও চলতি বছরের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন বেগম জিয়া। মাসজুড়ে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।

এরপর তিন মাস অবস্থান করেন বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায়, সেখান থেকেই চলত তার চিকিৎসার ফলোআপ।

দলীয় সূত্র বলছে, শারীরিক অবস্থার উন্নয়ন হলেও পূর্ণ সুস্থতার জন্য নিয়মিত আন্তর্জাতিক মানের চিকিৎসা গ্রহণ করাই এখন প্রধান অগ্রাধিকার। এজন্যই তাকে আবারও লন্ডন যাওয়া হচ্ছে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে