ঢাকা, সোমবার, ২৮ জুলাই ২০২৫
Sharenews24

সংশোধনের মাঝেও শেয়ারবাজারে স্থিতিশীলতার আভাস

২০২৫ জুলাই ২৮ ১৫:৫৮:১৫
সংশোধনের মাঝেও শেয়ারবাজারে স্থিতিশীলতার আভাস

নিজস্ব প্রতিবেদক: টানা আট দিন ধারাবাহিক উত্থানের পর দেশের শেয়ারবাজারে গত দুই কর্মদিবস সংশোধন প্রবনতায় রয়েছে। আগের দিন সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ৩৭ পয়েন্ট কমেছে। আজ সোমবারও লেনদেনের শুরুতে নেতিবাচক ধারায় যাত্রা শুরু হয়। তবে লেনদেনের কিছুক্ষণ পরই বাজার ঘুরে দাঁড়ায়। যদিও দিনের শেষ ভাগে বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার চাপে প্রধান সূচক ডিএসইএক্স ২৩ পয়েন্ট কমে যায়।

আজ ২৮ জুলাই দিনের শুরুতে শেয়ারবাজার কিছুটা ধীরগতির ছিল। প্রাথমিকভাবে সূচক নিচে নামতে শুরু করলেও বাজারের গতি দ্রুতই ঘুরে দাঁড়ায়। ডিএসইর প্রধান সূচক দিনের মধ্যভাগে প্রায় ৩২ পয়েন্ট বেড়ে লেনদেন হচ্ছিল। তবে শেষ দিকে বিক্রির চাপ বেড়ে যাওয়ায় সূচক আবার নিম্নমুখী হয়ে পড়ে। শেষ পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ২৩ পয়েন্ট কমে বন্ধ হয়, যা বাজারে একটি মিশ্র প্রবণতার ইঙ্গিত দেয়। তবে লেনদেনের প্রথম ভাগে বাজার কয়েক দফা ওপরে উঠার চেষ্টা করে। যদিও শেষ ভাগে বাজার ক্রমাগত পতনের বৃত্তে আটকে যায়।

আগের দিনের তুলনায় আজ ডিএসইতে লেনদেনের পরিমাণ কিছুটা হ্রাস পেয়েছে। আগের দিন যেখানে মোট লেনদেনের পরিমাণ ছিল ৮৬৫ কোটি টাকা, আজ সোমবার তা নেমে এসেছে ৮০৫ কোটি ৩৯ লাখ টাকায়। বাজার সংশ্লিষ্টরা বলছেন, এটি বাজারে বিনিয়োগকারীদের কিছুটা সতর্ক অবস্থানের পরিচায়ক।

ডিএসইতে আজ মোট ৩৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১১৯টি প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে, ২৩০টির দাম কমেছে এবং ৪৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত ছিল। এই চিত্র থেকে বোঝা যায়, বাজারে বিক্রয়চাপ কিছুটা বেশি থাকলেও কিছু প্রতিষ্ঠান ভালো পারফর্ম করেছে।

বাজার বিশ্লেষকদের মতে, টানা কয়েকদিনের উত্থানের পর বিনিয়োগকারীদের একটি বড় অংশ স্বাভাবিকভাবেই লাভ তুলে নিচ্ছেন। এটি বাজারের জন্য অস্বাভাবিক নয়। বরং মাঝেমধ্যে এমন মুনাফা গ্রহণ বাজারকে সুস্থ রাখে এবং অতিরিক্ত চাপে পতনের সম্ভাবনা হ্রাস করে।

তারা বলছেন, সামগ্রিকভাবে বাজারে এখনো ইতিবাচক মনোভাব বিরাজ করছে। বিশেষ করে মৌলভিত্তির খাতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ায় সামনের দিনগুলোতে সূচক আবার ঊর্ধ্বমুখী হতে পারে।

আজ শেয়ারবাজারে সূচকের পতন হলেও এটি বিনিয়োগকারীদের মধ্যে বড় ধরনের আতঙ্কের ইঙ্গিত নয়। বরং এটি একটি স্বাভাবিক মুনাফা গ্রহণের প্রতিফলন। বাজারে সামগ্রিক পরিস্থিতি এখনো স্থিতিশীল রয়েছে, যা মধ্যমেয়াদে আরও ইতিবাচক দিকে মোড় নিতে পারে।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে