ঢাকা, সোমবার, ২৮ জুলাই ২০২৫
Sharenews24

সাবেক তিন মন্ত্রীর সাথে সারজিসের গোপন বৈঠক প্রকাশ্যে 

২০২৫ জুলাই ২৮ ১৮:১৯:১৫
সাবেক তিন মন্ত্রীর সাথে সারজিসের গোপন বৈঠক প্রকাশ্যে 

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক হাসিবুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে উদ্দেশ্য করে একটি ফেসবুক পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি প্রশ্ন তুলেছেন, ১৮ জুলাই, ২০২৪-এর রাতের স্মৃতিচারণ করলে সারজিস আলম কেন ক্ষুব্ধ হন?

রবিবার, ২৭ জুলাই, হাসিবুল তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এই প্রশ্ন তোলেন।

হাসিবুল তার পোস্টে সারজিসকে উদ্দেশ্য করে লেখেন, "শোনেন সারজিস, ১৮ জুলাইয়ের রাত আমার রাজনৈতিক জীবনের কলঙ্কিত অধ্যায়। স্রেফ মৃত্যুর ভয়ে আওয়ামী তিনজন মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে বাধ্য হইছিলাম। আমি লজ্জিত ও অনুতপ্ত।" তিনি আরও যোগ করেন যে, সেই রাতের আপোসের অনুশোচনায় তাকে অনেক নির্ঘুম রাত কাটাতে হয়েছে।

অন্য একটি পোস্টে হাসিবুল আরও গুরুতর অভিযোগ তুলে বলেন, "গত বছর ১৮ জুলাই রাতে আমাকে তুলে নিয়ে শিবির, রাষ্ট্রদ্রোহী ট্যাগিং করে বন্দুকের নলের ডগায় রেখে তিন আওয়ামী মন্ত্রীর সঙ্গে জোরপূর্বক সাক্ষাৎ করায় একটি গোয়েন্দা সংস্থা। সেখানে সারজিস আলমও ছিলেন, তিনি হয়তো ভুলে গেছেন।"

হাসিবুল আরও অভিযোগ করেন যে, আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে যখন ছয়জন সমন্বয়ককে ডিবিতে আটক রাখা হয়েছিল, তখন একটি গোয়েন্দা সংস্থা তাদের ওপর চাপ সৃষ্টি করে। সংস্থাটি চেয়েছিল, তারা যেন সহিংসতার দায় জামায়াত-বিএনপির ওপর চাপিয়ে আন্দোলন স্থগিত করার ভিডিও বার্তা দেন।

তিনি বলেন, ওই গোয়েন্দা সংস্থাটি আওয়ামী ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে বিচারবহির্ভূত গুম ও খুনের সঙ্গে জড়িত ছিল। তার মতে, "জুলাই গণঅভ্যুত্থানজুড়ে ছাত্র-জনতার বিরুদ্ধে কাজ করেছিল বাহিনীর হাইকম্যান্ড। পরে বিদ্রোহের ভয়ে আওয়ামী লীগকে সেফ এক্সিট দেয় ওই বাহিনী।"

হাসিবুলের এই ফেসবুক পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং জুলাই গণঅভ্যুত্থানের সময় ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে