ঢাকা, সোমবার, ২৮ জুলাই ২০২৫
Sharenews24

গুলশান কাণ্ডের পরই রিয়াদকে নিয়ে নতুন গুঞ্জন

২০২৫ জুলাই ২৮ ০৯:১৫:৩৪
গুলশান কাণ্ডের পরই রিয়াদকে নিয়ে নতুন গুঞ্জন

নিজস্ব প্রতিবেদক: ঢাকার গুলশানে সাবেক এক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার রিয়াদের পরিবার এক সময় ছিল চরম দারিদ্র্যের মধ্যে। তার বাবা আবু রায়হান ছিলেন রিকশাচালক, থাকতেন টিনশেডের ঘরে। অথচ এখন নোয়াখালীর সেনবাগ উপজেলার নিজ গ্রামে তৈরি হচ্ছে পাকা ভবন। আড়াই মাস আগে শুরু হওয়া নির্মাণকাজে ইতোমধ্যেই ছাদ ঢালাই শেষ হয়েছে। চার কক্ষবিশিষ্ট ওই ভবনের নির্মাণ ঘিরে এলাকায় নানা গুঞ্জন চলছে।

স্থানীয়রা বলছেন, অভাবের মধ্যে বেড়ে ওঠা রিয়াদ ও তার পরিবারের হঠাৎ এমন উত্থান বিস্ময়ের জন্ম দিয়েছে। আগে তার বাবা ও বড় ভাই রিকশা চালালেও এখন আর চালান না। গত ৫ আগস্টের পর থেকে রিয়াদ নিজেকে 'সমন্বয়ক' পরিচয়ে পরিচিত করাচ্ছেন এবং ঘনঘন বাড়িতে যাতায়াত করছেন। পোশাক-আশাকে এসেছে পরিবর্তন, এমনকি একটি দামি মোটরসাইকেলও কিনেছেন বলে দাবি স্থানীয়দের।

রিয়াদের পরিবার বলছে, ভবন নির্মাণে জমানো টাকা, অনুদান ও ঋণ ব্যবহার করা হয়েছে। তবে এলাকাবাসীর একাংশ এই দাবি মানতে নারাজ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সহপাঠী জানান, রিয়াদ মেধাবী ছিলেন এবং পড়াশোনায় স্থানীয় ধনীদের সহায়তা পেতেন। তিনি মজিব কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তিন মাস আগে বাড়িতে ভবন নির্মাণ শুরু করেন।

প্রতিবেশী এক বৃদ্ধ (৬০) বলেন, “শুনেছি ৫০ লাখ টাকা চাঁদাবাজির ঘটনায় রিয়াদ গ্রেপ্তার হয়েছে।”

এ বিষয়ে সেনবাগ থানার ওসি মিজানুর রহমান জানান, “৫ আগস্টের পর রিয়াদ এলাকায় এসেছিলেন বলে শুনেছি। তিনি লিফলেট বিতরণ করেছেন এবং বিভিন্ন উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে তার ছবি রয়েছে বলেও জানতে পেরেছি।”

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে