ঢাকা, সোমবার, ২৮ জুলাই ২০২৫
Sharenews24

বিএনপি নেতা বাবরকে নিয়ে করা মন্তব্যের জবাব দিলেন রাফি

২০২৫ জুলাই ২৮ ১৮:০৬:৪৭
বিএনপি নেতা বাবরকে নিয়ে করা মন্তব্যের জবাব দিলেন রাফি

নিজস্ব প্রতিবেদক: রবিবার দুপুরে নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কর্মসূচিতে দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে নিয়ে কঠোর মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে একটি বড় ঘটনা হলো ২০০৪ সালের চট্টগ্রামের সিইউএফএল ঘাট থেকে উদ্ধার হওয়া ১০ ট্রাক অস্ত্রের চালান। নাসির উদ্দিন পাটোয়ারী প্রশ্ন তোলেন, "যদি অস্ত্র হ্যান্ডেলই করতে না পারেন, তাহলে সেটা কেন এনে ফেললেন?" তিনি উল্লেখ করেন, এই ঘটনার ফলে দেশের সার্বভৌমত্ব ও মানুষের জীবন বিপন্ন হয়েছে এবং এর দায় লুৎফুজ্জামান বাবর এড়াতে পারবেন না।

পাটোয়ারীর এসব মন্তব্যের প্রতিক্রিয়ায় নেত্রকোনায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।

এদিকে, গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মন্তব্যের জবাবে বলেন, লুৎফুজ্জামান বাবর একজন পরীক্ষিত, মজলুম ও দেশপ্রেমিক রাজনীতিবিদ। তিনি জানান, অস্ত্রচালান মামলায় বাবরের বিরুদ্ধে আনা অভিযোগ দেশের আদালতে নিষ্পত্তি হয়েছে এবং বাবর নির্দোষ প্রমাণিত হয়েছেন। রাফি বলেন, পুনরায় এমন অভিযোগ তোলা অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত এবং একেবারেই অগ্রহণযোগ্য। তিনি রাজনৈতিক শিষ্টাচার ও ন্যায়ের আহ্বান জানান।

উল্লেখ্য, ২০০৪ সালের ১ এপ্রিল চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্রের চালান আটক হয়। এ ঘটনায় প্রথমে বিচারিক আদালত লুৎফুজ্জামান বাবরকে মৃত্যুদণ্ড দেন, তবে পরে উচ্চ আদালত তাকে খালাস দেন।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে