ঢাকা, সোমবার, ২৮ জুলাই ২০২৫
Sharenews24

বিএনপি'র আয়ের উৎস সম্পর্কে যা জানালেন রুমিন ফারহানা

২০২৫ জুলাই ২৮ ১৮:০৮:৫৫
বিএনপি'র আয়ের উৎস সম্পর্কে যা জানালেন রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাচন কমিশনে তাদের সর্বশেষ বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে। এতে দলটি ১৫ কোটি ৬৫ লক্ষ ৯৪ হাজার ৮৪২ টাকা আয় এবং ৪ কোটি ৮০ লক্ষ ৪ হাজার ৮২৩ টাকা ব্যয় দেখিয়েছে। এই হিসাব অনুযায়ী, দলটির উদ্বৃত্ত রয়েছে ১০ কোটি ৮৫ লক্ষ ৯০ হাজার ১৯ টাকা।

একটি টক শো-তে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানের সঞ্চালক বিএনপির এই আয়কে "এত বড় দলের জন্য কম" বলে মন্তব্য করেন। তিনি দলের নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার কাছে জানতে চান, "সারা দেশে বিএনপি নেতাকর্মীরা যে কোটি কোটি টাকা চাঁদাবাজি করে, দখল-বাণিজ্য করে, সেগুলোর কতটুকু দলের ফান্ডে জমা হয়?"

জবাবে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, রাজনৈতিক দল মূলত এর সদস্যদের চাঁদা এবং শুভানুধ্যায়ীদের অনুদানের ওপর ভিত্তি করে চলে। তিনি জানান, বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের জন্য নির্দিষ্ট পরিমাণ চাঁদা নির্ধারিত আছে, যা তারা প্রদান করেন। স্ট্যান্ডিং কমিটির সদস্যরা প্রতি মাসে চাঁদা দেন।

তিনি আরও বলেন, বিভিন্ন বড় ব্যবসায়ী বিএনপিকে অনুদান দেন, যা আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ বিশ্বের সব বড় রাজনৈতিক দলের ক্ষেত্রেই একটি স্বাভাবিক বিষয়। এছাড়া, দলের নিজস্ব কিছু প্রকাশনা থেকেও আয় হয়।

ব্যয়ের বিষয়ে রুমিন ফারহানা বলেন, বিভাগীয় বা জেলা পর্যায়ে কোনো সভা বা সমাবেশ হলে তার খরচ স্থানীয় নেতারাই বহন করেন। কেন্দ্রীয় নেতাদের যাতায়াত বা দুপুরের খাবারের মতো সামান্য কিছু খরচ ছাড়া বড় কোনো ব্যয় কেন্দ্রীয় তহবিল থেকে হয় না। তিনি বলেন, "একটা মিটিং আয়োজন করতে খুব বেশি টাকা খরচ হয় না। একটা মঞ্চ তৈরি করতে হয়, সাউন্ড সিস্টেম লাগে এবং আলোকসজ্জা করতে হয়। এর বাইরে সত্যিকারের কোনো খরচ নেই।"

তিনি আরও উল্লেখ করেন যে, দলীয় নেতাকর্মী আহত বা নিহত হলে তাদের পরিবারকে যে সহায়তা দেওয়া হয়, তার খরচও অনেক সময় স্থানীয় নেতারাই বহন করেন, যা কেন্দ্রীয় হিসাবের অন্তর্ভুক্ত হয় না।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে