ঢাকা, সোমবার, ২৮ জুলাই ২০২৫
Sharenews24

জুলাই-আগস্ট নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন উমামা

২০২৫ জুলাই ২৮ ১১:১৪:২৭
জুলাই-আগস্ট নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন উমামা

নিজস্ব প্রতিবেদক: আলোচিত ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর সঙ্গে যুক্ত ছিলেন শিক্ষার্থী ও অ্যাক্টিভিস্ট উমামা। এক ভিডিও বার্তায় তিনি এই আন্দোলন থেকে সরে দাঁড়ানোর কারণ এবং আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে তার ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরেন।

ভিডিওর শুরুতেই তিনি স্পষ্ট করে বলেন, “আমার কোনো কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট দেওয়ার ইনটেনশনই নাই।” তিনি আরও জানান, “অন্যের ক্ষতি করে নিজের সুবিধা আদায়ের মানসিকতা আমার নেই।”

উমামা বলেন, “গত জুলাই-আগস্ট মাসে আমরা সবাই আসলে একটা সিমিলার জার্নির মধ্য দিয়ে গিয়েছিলাম।” তিনি জানান, আন্দোলনটি ছিল মূলত শ্রমজীবী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গড়ে ওঠা একটি গণজাগরণ।

আন্দোলনের একটি পর্যায়ে গঠিত হয় ‘সমন্বয়ক কমিটি’। এই কমিটি নিয়ে তিনি প্রকাশ করেন নিজের অসন্তোষ।

ফাতিমা জানান,“৫ আগস্টের পর থেকেই ‘সমন্বয়ক’ পরিচয়ে কিছু মানুষ নানা জায়গায় ক্ষমতা প্রয়োগ করতে শুরু করে, যা আমাকে অবাক করেছে।”

তিনি আরও বলেন,“গতকাল পর্যন্ত তো কেউ সমন্বয়ক হতে চাইছিল না, আর আজ হঠাৎ সবাই সমন্বয়ক!”

তিনি জানান, আগস্টের মাঝামাঝি থেকেই তিনি ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ প্ল্যাটফর্ম থেকে নিজেকে সরিয়ে নেন:“আগস্টের ১০-১৫ তারিখের পর থেকেই আমি এই প্ল্যাটফর্ম থেকে ডিসকানেক্টেড হয়ে যাই।”এমনকি প্ল্যাটফর্মটি বন্ধ করে দেওয়ার কথাও তিনি বলেছিলেন বলে জানান।

আন্দোলনে যুক্ত থাকার পর থেকে তাকে নিয়ে নানা ধরনের গুজব, ট্রল ও অপপ্রচার চলছে বলেও অভিযোগ করেন ফাতিমা।

তিনি বলেন:“আমার ব্যাপারে আজেবাজে, আলতুফালতু কিছু একটা বলছে মানুষ... আমি দেখছি, এবং ভাবছি—আচ্ছা, বলুক।” এই পরিস্থিতিতে তিনি নিজেকে “মানসিকভাবে বিপর্যস্ত” বলে উল্লেখ করেন।

সবশেষে ফাতিমা বলেন,“দেশের জন্য একটা সম্মিলিত স্বপ্ন থেকেই আমি এই আন্দোলনে এসেছিলাম। সাধারণ মানুষের লড়াই আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে।”

‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ সাম্প্রতিক বাংলাদেশের রাজনীতি ও শিক্ষাঙ্গনের অন্যতম আলোচিত ঘটনা। তবে অভ্যন্তরীণ নেতৃত্ব সংকট, সমন্বয়হীনতা এবং ব্যক্তিকেন্দ্রিক বিতর্ক আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে। ফাতিমার বক্তব্য সেই জটিল বাস্তবতাকে ঘিরেই আরও আলোচনার দরজা খুলে দিয়েছে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে