ঢাকা, সোমবার, ২৮ জুলাই ২০২৫
Sharenews24

পিনাকীর প্রশ্নের জবাব দিলেন আবদুন নূর তুষার 

২০২৫ জুলাই ২৮ ১০:৫৭:৩৩
পিনাকীর প্রশ্নের জবাব দিলেন আবদুন নূর তুষার 

নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ইউটিউবার ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ডা. আব্দুন নূর তুষার। তিনি বলেন, “দুর্নীতি এবং অযোগ্যতার কারণে কেউ নিজের জীবনকে বিপন্ন করে না।”

এই মন্তব্য তিনি করেন আইবিটিভি ইউএসএ-তে প্রচারিত ‘নিউইয়র্ক সময়’ শীর্ষক এক টকশোতে। অনুষ্ঠানটিতে আরও উপস্থিত ছিলেন নিরাপত্তা বিশ্লেষক ইসফাক ইলাহী চৌধুরী এবং সঞ্চালক শারমিন চৌধুরী।

সঞ্চালক শারমিন চৌধুরী আলোচনার শুরুতেই পিনাকী ভট্টাচার্যের একটি ফেসবুক পোস্টের প্রসঙ্গ তোলেন, যেখানে বিমান দুর্ঘটনার জন্য সশস্ত্র বাহিনীর শীর্ষ পর্যায়ের “দুর্নীতি ও অবহেলা” দায়ী বলে উল্লেখ করা হয়েছিল।

এর জবাবে ডা. তুষার বলেন,“কোনো বাহিনীই নিজেদের জন্য খারাপ অস্ত্র, বিমান বা সাবমেরিন কেনে না—কারণ সেটাতে তো তাদেরই উঠতে হয়।” তিনি আরও বলেন, “দুর্নীতি করলে মানুষ অন্যের ব্যবহারের জিনিসে করে, যেখানে নিজেরা সরাসরি যুক্ত থাকে না।”

পিনাকীর মন্তব্যকে তিনি ‘পপুলিস্ট রিমার্ক’ হিসেবে বর্ণনা করেন এবং বলেন,“এগুলো ফেসবুকে লাইক-শেয়ারের জন্য বলা হয়।”

নিরাপত্তা বিশ্লেষক ইসফাক ইলাহী চৌধুরীও এই বক্তব্যের বিরোধিতা করে বলেন,“এ ধরনের উস্কানিমূলক মন্তব্য যারা করে, তারা দেশের শত্রু।”তিনি জানান, বিমান দুর্ঘটনার পরপরই বিমানবাহিনীর উদ্ধারকারী হেলিকপ্টার, ফায়ার ফাইটিং ইউনিট এবং সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

আলোচনায় ডা. তুষার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (CAAB)–এর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন,“আবাসিক এলাকার অনুমোদন দেওয়া হয়েছে এমন জায়গায়, যা বিমানবন্দরের একদম কাছে।”

এটা সামরিক ও বেসামরিক সহযোগিতার মাধ্যমেই চলে উল্লেখ করে তিনি বলেন,“পারমিশন দেওয়ার সময় কি তারা আলোচনায় বসেছে? কয়তলা হবে, কী হবে—এ বিষয়ে কি তাদের টেকনিক্যাল জ্ঞান আছে?” তিনি আরও বলেন,“আমরা কোনো কাজ ভেবে করি না, আমরা কাজ হওয়ার পর ভাবি।”

আলোচনার শেষ দিকে ডা. তুষার বিরোধী দলগুলোর 'ফ্যাসিবাদ' প্রসঙ্গে বলেন,“ফ্যাসিবাদ এখন তাদের একটা মন্ত্র হয়ে গেছে। যেকোনো ইস্যুতে ঝামেলা হলে তারা ‘ফ্যাসিবাদ বিরোধী ঐক্য’র কথা বলেন। বাস্তবতা হলো—সব বাজে চিন্তা বাদ দিয়ে এখন নির্বাচনের দিকেই মনোযোগ দেওয়া উচিত।”

এই আলোচনায় ডা. তুষার এবং ইসফাক ইলাহী চৌধুরী, উভয়েই মনে করছেন—পিনাকী ভট্টাচার্যের মন্তব্য অগ্রহণযোগ্য, তথ্যবর্জিত এবং প্রতিরক্ষা বাহিনীর প্রতি জনমনে ভুল বার্তা তৈরি করতে পারে। পক্ষান্তরে, পিনাকীর বক্তব্য বাংলাদেশের সামরিক প্রতিষ্ঠানের দায়দায়িত্ব নিয়ে নাগরিক পর্যায়ের প্রশ্ন উত্থাপনের একটি দৃষ্টিভঙ্গি হিসেবে দেখছেন অনেকেই।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে