ঢাকা, রবিবার, ২৭ জুলাই ২০২৫
Sharenews24

গুলশানে ধরা পড়া রাজ্জাককে নিয়ে যা বললেন মাহিন

২০২৫ জুলাই ২৭ ১৬:৩৭:৫৪
গুলশানে ধরা পড়া রাজ্জাককে নিয়ে যা বললেন মাহিন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশানে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়া আবদুর রাজ্জাক বিন সুলাইমানকে নিয়ে মন্তব্য করার পর তা সরিয়ে দুঃখ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার।

রোববার বিকেলে নিজের ফেসবুক স্ট্যাটাসে মাহিন বলেন, “রাজ্জাক পুলিশ সংস্কার কমিশনের সদস্য” হিসেবে যেটি তিনি আগে উল্লেখ করেছিলেন, সেই তথ্য প্রকাশের জন্য তিনি দুঃখিত এবং স্ট্যাটাসটি সরিয়ে নিয়েছেন।

এদিন সকালে দেওয়া এক স্ট্যাটাসে মাহিন রাজ্জাককে পুলিশ সংস্কার কমিশনের সদস্য হিসেবে পরিচয় দেন এবং প্রশ্ন তোলেন, কীভাবে এমন একজনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ জায়গায় সুপারিশ করা হলো।

তিনি লেখেন, “রাজ্জাক একজন লিস্টেড ছাত্র প্রতিনিধি হিসেবে চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার হয়েছে। এ ধরনের প্রতিনিধিদের সুপারিশ প্রক্রিয়া নিয়ে জবাবদিহি হওয়া উচিত।”

মাহিন সরকার আরও বলেন, জানে আলম অপু ও ইব্রাহিম হোসেন মুন্না নামের দুই ছাত্রনেতা দীর্ঘদিন ধরে প্রভাবশালীভাবে কাজ করছিলেন। তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এবং অভ্যন্তরীণ রাজনৈতিক ষড়যন্ত্রের কথাও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটি এখন অর্থহীন হয়ে গেছে। ব্যানারটি আমি নিজেও গড়তে সাহায্য করেছিলাম, কিন্তু এখন এর প্রয়োজন ফুরিয়েছে।”

প্রসঙ্গত, শনিবার রাজধানীর গুলশানে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদা দাবির অভিযোগে পাঁচজনকে আটক করে পুলিশ। এর মধ্যে আবদুর রাজ্জাক, ইব্রাহিম হোসেন মুন্না এবং জানে আলম অপু অন্যতম। ইতোমধ্যে এ ঘটনায় জড়িত তিনজনকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে