ঢাকা, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
Sharenews24

আরএসআরএম স্টিলের কারখানা বন্ধ

২০২৫ জুলাই ২১ ০৯:৪৮:৪৬
আরএসআরএম স্টিলের কারখানা বন্ধ

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরএসআরএম স্টিলের কারখানা বন্ধ অবস্থায় পেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। রোববার (২০ জুলাই) প্রতিষ্ঠানটির কারখানায় সরেজমিনে পরিদর্শনে গিয়ে এই চিত্র দেখতে পায় ডিএসইর একটি পরিদর্শক দল।

ডিএসই সূত্রে জানা গেছে, নির্ধারিত নিয়ম অনুযায়ী তালিকাভুক্ত কোম্পানির উৎপাদন কার্যক্রম ও আর্থিক অবস্থা পর্যবেক্ষণের অংশ হিসেবে এ পরিদর্শনের আয়োজন করা হয়।

এদিকে, বাজার বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘদিন ধরে আরএসআরএম স্টিলের আর্থিক প্রতিবেদন প্রকাশে অনিয়ম এবং উৎপাদন কার্যক্রমে স্থবিরতা বিনিয়োগকারীদের মধ্যে শঙ্কা তৈরি করেছিল। এবার সরাসরি কারখানা বন্ধ থাকার বিষয়টি প্রকাশ পাওয়ায় প্রতিষ্ঠানটির প্রতি আস্থা আরও কমে যেতে পারে।

ডিএসই বলেছে, পরবর্তী পদক্ষেপ হিসেবে কোম্পানি কর্তৃপক্ষের কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হবে এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।

মুয়াজ/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে