ঢাকা, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
Sharenews24

নির্বাচন নিয়ে একসাথে নতুন বার্তা দিলেন চরমোনাই ও এনসিপি

২০২৫ জুলাই ১৫ ১২:২৩:৪৪
নির্বাচন নিয়ে একসাথে নতুন বার্তা দিলেন চরমোনাই ও এনসিপি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলের শীর্ষ নেতারা সোমবার (১৪ জুলাই) বরিশালের ঐতিহ্যবাহী চরমোনাই দরবারে সফর করেছেন। সফরের অংশ হিসেবে তারা ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

ইসলামী আন্দোলনের সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক কে এম শরিয়ত উল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান,“সোমবার রাত ৯টার দিকে নাহিদ ইসলামসহ উল্লেখযোগ্য সংখ্যক এনসিপি নেতা চরমোনাই দরবারে পৌঁছান। তাদের স্বাগত জানান ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মো. ফয়জুল করিম। এ সময় চরমোনাই মাদ্রাসার সহস্রাধিক ছাত্র স্লোগান দিয়ে অতিথিদের অভ্যর্থনা জানান।”

পরবর্তীতে অতিথিরা চরমোনাইয়ের মরহুম পীর সৈয়দ ফজলুল করিমের কবর জিয়ারত করেন। পরে নাহিদ ইসলাম ও মুফতি ফয়জুল করিম সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন।

নাহিদ ইসলাম বলেন,“আমরা চলমান পদযাত্রায় যেসব জেলায় যাচ্ছি, সেখানকার ঐতিহ্যবাহী স্থান পরিদর্শন করছি। চরমোনাই মাদ্রাসা দেখতে ও মরহুম পীর সাহেবের কবর জিয়ারতের উদ্দেশ্যে আমরা এখানে এসেছি।”

একসঙ্গে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে প্রশ্ন করা হলে মুফতি ফয়জুল করিম বলেন,“দেশের যেকোনো ভালো ইস্যুতে আমরা একসঙ্গে পথ চলতে প্রস্তুত। সেটা নির্বাচন হোক কিংবা অন্য কোনো জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু।”

ইসলামী আন্দোলনের কে এম শরিয়ত উল্লাহ আরও জানান, সফর শেষে রাত ১১টায় এনসিপির বেশিরভাগ নেতা বরিশাল নগরীতে ফিরে গেলেও, এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম চরমোনাইতে রাতযাপন করেছেন।

আজ মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে ভোলা ও বিকেলে বরিশাল নগরীতে এনসিপির পথসভা অনুষ্ঠিত হবে। উভয় কর্মসূচিতে এনসিপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে