ঢাকা, সোমবার, ১৪ জুলাই ২০২৫
Sharenews24

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের ব্যাংক হিসাব তলব, তদন্ত শুরু

২০২৫ জুলাই ১৪ ২১:৩৩:১৯
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের ব্যাংক হিসাব তলব, তদন্ত শুরু

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ এবং তার পরিবারের পাঁচ সদস্যের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

আজ সোমবার (১৪ জুলাই) বিএফআইইউ সব ব্যাংকের কাছে এই তথ্য চেয়ে একটি চিঠি পাঠিয়েছে। চিঠিতে বলা হয়েছে, ওবায়েদ উল্লাহ আল মাসুদ এবং তার পরিবারের সদস্যদের বা তাদের স্বার্থসংশ্লিষ্ট অন্য কোনো নামে যেকোনো ধরনের হিসাব (হিসাব খোলার ফরম ও হালনাগাদ বিবরণী), সঞ্চয়পত্র, বন্ড, লকার, ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ফাইল, প্রি-পেইড কার্ড, গিফট কার্ডসহ পাঁচ লাখ বা তার বেশি লেনদেনের ভাউচার আগামী ১৫ জুলাইয়ের মধ্যে বিএফআইইউকে পাঠাতে হবে।

এর আগে গত বছরের ২৪ আগস্ট ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বিলুপ্ত করে নতুন পাঁচজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয়া হয়। একইদিন ওবায়েদ উল্লাহ আল মাসুদকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়। তিনি এর আগে ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত সোনালী ব্যাংক এবং ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পালন করেন।

ব্যাংক খাত সংশ্লিষ্টরা মনে করছেন, ইসলামী ব্যাংকের মতো দেশের অন্যতম বৃহৎ শরিয়াভিত্তিক ব্যাংকের চেয়ারম্যানের ব্যাংক হিসাব তলব একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। এটি নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে আর্থিক খাতের অনিয়ম বা সন্দেহজনক লেনদেনের বিরুদ্ধে কঠোর নজরদারির ইঙ্গিত দেয়।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে