ঢাকা, রবিবার, ১৩ জুলাই ২০২৫
Sharenews24

এনসিপির সামনে নতুন দুঃসংবাদ

২০২৫ জুলাই ১৩ ০৯:৪২:৫৫
এনসিপির সামনে নতুন দুঃসংবাদ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ চাইলেও নির্বাচন কমিশনের (ইসি) সর্বশেষ তালিকায় প্রতীকটি রাখা হয়নি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন দলের নেতারা। তারা ইসির সিদ্ধান্তকে “প্রহসনমূলক ও পক্ষপাতমূলক” আখ্যা দিয়ে বিষয়টি রাজনৈতিক ও আইনগতভাবে চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছেন।

ইসি সূত্রে জানা গেছে, কমিশনের প্রতীকের হালনাগাদ তালিকায় বর্তমানে রয়েছে ১১৫টি প্রতীক। মূলত ১৫০টি প্রতীকের একটি খসড়া তালিকা তৈরি করা হলেও তফসিল চূড়ান্ত করার সময় ৩৫টি প্রতীক বাদ দেওয়া হয়। বাদ পড়াদের মধ্যেই রয়েছে এনসিপির প্রথম পছন্দ ‘শাপলা’।

গত ২০ জুন দল হিসেবে নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করে এনসিপি। দলটি তাদের আবেদনে ‘শাপলা’ প্রতীককে প্রথম পছন্দ হিসেবে উল্লেখ করে। দ্বিতীয় ও তৃতীয় পছন্দ ছিল ‘কলম’ এবং ‘মোবাইল ফোন’। ইসির নতুন তালিকায় কলম ও মোবাইল ফোন প্রতীক থাকায় অনুমান করা হচ্ছে, এনসিপি দলীয় প্রতীক হিসেবে এর যেকোনো একটি পেতে পারে।

দলের নেতারা বলছেন, “আপনার চোখে নতুন বাংলাদেশ” শীর্ষক কর্মসূচির আওতায় পরিচালিত মতামত জরিপে সবচেয়ে বেশি জনসমর্থন পাওয়া প্রতীকগুলোর মধ্যে শাপলা ছিল শীর্ষে। জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে তারা এই প্রতীকগুলো দাবি করেন। শাপলা প্রতীককে বাদ দেওয়া ইসির আচরণকে ‘পক্ষপাতমূলক’ বলেও দাবি করেছেন তারা।

এ বিষয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন,“কমিশনের ব্যাখ্যায় আমরা সন্তুষ্ট নই। শাপলা কোনো জাতীয় প্রতীক নয়, অথচ সেটিকেই বাদ দেওয়া হয়েছে। কমিশনের এই আচরণ পক্ষপাতমূলক বলেই আমরা মনে করছি।”

দলীয় প্রতীক নিয়ে আলোচনা করতে আজ রোববার (১৩ জুলাই) সকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করবে এনসিপি প্রতিনিধিদল। সিইসির একান্ত সচিব মোহাম্মদ আশরাফুল আলম জানিয়েছেন,“রোববার সকাল সাড়ে ১০টায় এনসিপিকে সময় দেওয়া হয়েছে। তারা প্রতীক নিয়ে আলোচনা করতে চায়।”

এর আগে ১৭ এপ্রিল মাহমুদুর রহমানের নেতৃত্বাধীন নাগরিক ঐক্যও ‘শাপলা’ প্রতীক চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করে। এনসিপিও পরে একই প্রতীক দাবি করে। দুই দলের পক্ষ থেকেই ইসির সঙ্গে একাধিকবার বৈঠক হয়। তবে শেষ পর্যন্ত শাপলা প্রতীক তফসিল থেকে বাদ পড়ে।

গত ৯ জুলাই সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের অংশ হিসেবে ১১৫টি প্রতীক সংরক্ষণের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। একইদিনে এটি আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে