ঢাকা, রবিবার, ১৩ জুলাই ২০২৫
Sharenews24

গায়িকা আশা ভোঁসলে নিয়ে গুজবে তোলপাড়

২০২৫ জুলাই ১২ ১১:৪১:০০
গায়িকা আশা ভোঁসলে নিয়ে গুজবে তোলপাড়

নিজস্ব প্রতিবেদক: ভারতের সংগীত জগতের কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে মারা গেছেন— এমন একটি ভুয়া খবর বৃহস্পতিবার (১০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা মুহূর্তেই ভক্তদের মধ্যে চরম বিভ্রান্তি ও শোকের ছায়া ফেলেছে।

তবে খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে নিশ্চিত করেছেন তার ছেলে আনন্দ ভোঁসলে। তিনি এই খবরকে সরাসরি "ভুয়া" আখ্যা দিয়ে গণমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন।

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, একটি ছবি ভাইরাল হয় যেখানে আশা ভোঁসলেকে মালা পরানো অবস্থায় দেখানো হয়। ক্যাপশনে লেখা হয়, “একটি সংগীত যুগের অবসান— আশা ভোঁসলে আর নেই।” এমনকি মৃত্যুর তারিখ হিসেবে ১ জুলাই উল্লেখ করা হয়। পরে সেই পোস্টটি মুছে ফেলা হয়, কিন্তু ততক্ষণে তা ভাইরাল হয়ে পড়ে।

এই গুজব দেখে আশার অগণিত অনুরাগী রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়েন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে তার পুত্র আনন্দকে জনসমক্ষে এসে প্রতিক্রিয়া জানাতে হয়।

আনন্দ জানান, তার মা একদম সুস্থ ও ভালো আছেন। বরং গত মাসেই তিনি একাধিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

১৯৮১ সালের কালজয়ী সিনেমা ‘উমরাও জান’-এর প্রিমিয়ার অনুষ্ঠানে ছিলেন তিনি।

২৭ জুন উদযাপিত হয়েছে তার প্রয়াত স্বামী আর. ডি. বর্মনের ৮৫তম জন্মবার্ষিকী, যেখানে তাকেও উপস্থিত দেখা যায়।

এ আয়োজনে গায়িকা স্মৃতিচারণায় বলেন,“পঞ্চম (আর. ডি. বর্মন) এর সুরে গান গাইতে কখনো কোনো অসুবিধা হয়নি আমার। ওর সুরগুলো এতই প্রাণবন্ত ছিল যে, আমি সহজেই গেয়ে ফেলতাম।”

একজন জীবন্ত কিংবদন্তি

আশা ভোঁসলে হলেন ভারতীয় উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ ও সফল গায়িকাদের একজন।

তার সংগীতজীবনের পরিসর ৮ দশকেরও বেশি।

তিনি দাদাসাহেব ফালকে পুরস্কারসহ বহু রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক সম্মান পেয়েছেন।

হিন্দি ছাড়াও বহু ভারতীয় ভাষায় গান গেয়েছেন তিনি।

আশা ভোঁসলের মৃত্যুর গুজব নিতান্তই মিথ্যা ও বিভ্রান্তিকর। শিল্পী ভালো আছেন এবং সক্রিয়ভাবেই সাংস্কৃতিক কার্যক্রমে যুক্ত রয়েছেন। গুজব ছড়ানোর এ ধরনের কর্মকাণ্ড ভক্তদের মানসিকভাবে আঘাত করে এবং তা দায়িত্বজ্ঞানহীন।

মুসআব/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে