ঢাকা, বুধবার, ৯ জুলাই ২০২৫
Sharenews24

আদালত থেকে বেরিয়ে আবেগঘন বার্তা দিলেন শরীফ

২০২৫ জুলাই ০৯ ১৬:০০:৩৯
আদালত থেকে বেরিয়ে আবেগঘন বার্তা দিলেন শরীফ

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) বরখাস্ত হওয়া উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে চাকরিতে পুনর্বহাল করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে তার সকল বকেয়া বেতন ও প্রাপ্য সুবিধা পরিশোধের নির্দেশও দিয়েছেন আদালত।

বুধবার (৯ জুলাই) বিচারপতি রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতের রায় শুনে কাঠগড়ায় দাঁড়িয়ে তিনবার "আলহামদুলিল্লাহ" বলে আবেগ প্রকাশ করেন শরীফ উদ্দিন। তিনি বলেন,“তিন বছরের আইনি লড়াইয়ের অবসান ঘটল। আমি ন্যায়বিচার পেয়েছি। ৫ আগস্টের গণঅভ্যুত্থান না হলে হয়তো আজকের এই রায় সম্ভব হতো না। আজ থেকে সব দুঃখ-কষ্টের অবসান। আল্লাহর কাছে শুকরিয়া।”

২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই বছরের ১৩ মার্চ তিনি হাইকোর্টে রিট করেন। তার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সালাউদ্দিন দোলন এবং রিট দায়ের করেন ব্যারিস্টার মিয়া মোহাম্মদ ইশতিয়াক।

আদালত নির্দেশ দিয়েছেন—হাইকোর্টের রায় পাওয়ার ৩০ দিনের মধ্যে শরীফ উদ্দিনকে চাকরিতে পুনর্বহাল করে তার বকেয়া সব সুবিধা বুঝিয়ে দিতে হবে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে