ঢাকা, সোমবার, ৭ জুলাই ২০২৫
Sharenews24

ফ্রিজে টয়লেট পেপার রাখলে যা হয় — জানলে চমকে উঠবেন!

২০২৫ জুলাই ০৭ ০৯:৩৬:০১
ফ্রিজে টয়লেট পেপার রাখলে যা হয় — জানলে চমকে উঠবেন!

নিজস্ব প্রতিবেদন: আমরা সাধারণত ফ্রিজে রাখি কাঁচা সবজি, মাছ, মাংস, পানি বা পাউরুটি। তবে কখনো কি ভেবেছেন, ফ্রিজে টয়লেট পেপার রাখলে কী হয়? শুনে অদ্ভুত লাগলেও, এই সাধারণ জিনিসটি ফ্রিজে রাখার রয়েছে বেশ কিছু ব্যতিক্রমী উপকারিতা।

ইংল্যান্ডভিত্তিক খাদ্যবিষয়ক ওয়েবসাইট ‘অনেস্ট ফুড টক’–এর সম্পাদক রুইজ আস্রি সম্প্রতি জানান, টয়লেট পেপারের শোষণ ক্ষমতা অত্যন্ত বেশি। ফ্রিজের ভেতর অতিরিক্ত আর্দ্রতা জমে ছত্রাক ও দুর্গন্ধ তৈরি হয়, যা অনেক সময় দুধ, বাসি খাবার কিংবা অন্যান্য পণ্যের মাধ্যমে আরও ছড়িয়ে পড়ে।

এমন পরিস্থিতিতে ফ্রিজে একটি টয়লেট পেপার রোল রেখে দিলে, সেটি অতিরিক্ত আর্দ্রতা শুষে নেয় এবং দুর্গন্ধ দূর করে। অনেক ব্যবহারকারী জানিয়েছেন, এই পদ্ধতি সহজ এবং বাস্তবে কার্যকর।

ফ্রিজে একটি সম্পূর্ণ নতুন টয়লেট পেপার রোল রেখে দিন।

প্রতি তিন সপ্তাহ পরপর পেপারটি বদলে ফেলুন।

সতর্কতা: ব্যবহৃত রোলটি কখনোই আবার বাথরুমে ব্যবহার করবেন না।

লাইফস্টাইল ওয়েবসাইট ‘প্যারাদে’ জানায়, টয়লেট পেপারের পাশাপাশি বেকিং সোডা হতে পারে আরও কার্যকর ও সাশ্রয়ী সমাধান। এটি শুধু আর্দ্রতা নয়, দুর্গন্ধ সৃষ্টিকারী অ্যাসিডও শোষণ করে নেয়।

বেকিং সোডা তিন মাসে একবার বদলালেই চলে।

এটি ফ্রিজকে দীর্ঘ সময় পরিষ্কার ও সতেজ রাখতে সাহায্য করে।

মুসআব/

পাঠকের মতামত:

লাইফ স্টাইল এর সর্বশেষ খবর

লাইফ স্টাইল - এর সব খবর



রে