ঢাকা, শনিবার, ৫ জুলাই ২০২৫
Sharenews24

সোনালী ব্যাংকের ৩ কর্মকর্তা বিসিএস ক্যাডার

২০২৫ জুলাই ০৫ ১৫:১৮:৩৮
সোনালী ব্যাংকের ৩ কর্মকর্তা বিসিএস ক্যাডার

নিজস্ব প্রতিবেদক: শেরপুরের নকলা উপজেলায় কর্মরত সোনালী ব্যাংক পিএলসি, নকলা শাখার তিন কর্মকর্তা ৪৪তম বিসিএস পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ায় তাঁদেরকে সংবর্ধনা দিয়েছে সোনালী ব্যাংক পরিবার।

বৃহস্পতিবার (৩ জুলাই) ব্যাংকিং সময় শেষে আনুষ্ঠানিকভাবে তাদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। সংবর্ধিত কর্মকর্তারা হলেন—নাহিদ হাসান (ব্যাংক অফিসার), আবীর হাসান নাঈম (ব্যাংক অফিসার, ক্যাশ) ও মো. মাহবুবে সুবহানী মারুফ (ব্যাংক অফিসার)।

সোনালী ব্যাংক পিএলসি, নকলা শাখার ব্যবস্থাপক (সিনিয়র প্রিন্সিপাল অফিসার) মো. মনিরুজ্জামানের পরামর্শে এই সংবর্ধনার আয়োজন করা হয়। প্রথমে তিনি নিজে তিনজন কর্মকর্তাকে আলাদাভাবে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর অন্যান্য সহকর্মীরাও তাদের শুভেচ্ছা জানান। পরে ব্যাংকের সব কর্মকর্তা একসঙ্গে ছবি তুলে মুহূর্তটিকে স্মরণীয় করে রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন—প্রিন্সিপাল অফিসার মো. রফিকুল ইসলাম, সিনিয়র অফিসার রিয়াজুল জুয়েল, সিনিয়র অফিসার (ক্যাশ) মো. আনারুল হক, সিনিয়র অফিসার (ক্যাশ) এ.কে.এম আসাদুল্লাহ, অফিসার সোহানুর রহমান সুমনসহ সোনালী ব্যাংক পিএলসি, নকলা শাখার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

তাদের বিসিএস উত্তীর্ণ হওয়ার খবরে শুধু ব্যাংকের অভ্যন্তরে নয়, বাইরেও আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। স্থানীয় বিভিন্ন সংগঠন, ব্যবসায়ী, শুভানুধ্যায়ী এবং সাধারণ গ্রাহকরা সামাজিক যোগাযোগমাধ্যমসহ সরাসরি তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

ফেসবুকে অনেকেই লিখেছেন, এই তিন কর্মকর্তার সফলতা অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাদের মেধা, নিষ্ঠা ও কর্মস্পৃহা তরুণ সমাজকে সাহস জোগাবে।

অনেকেই আশা প্রকাশ করেছেন, এ ধরনের সৎ, নিষ্ঠাবান কর্মকর্তারাই ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দিবেন। তাঁদের এই অর্জন নকলা এবং সোনালী ব্যাংক পরিবারের গর্ব।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে