ঢাকা, শনিবার, ৫ জুলাই ২০২৫
Sharenews24

যে কারণে চুইংগাম খেয়ে বিয়ে ভেঙে গেল

২০২৫ জুলাই ০৫ ১৫:০০:১৪
যে কারণে চুইংগাম খেয়ে বিয়ে ভেঙে গেল

নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিয়ের অনুষ্ঠানে বরকে ঘিরে মাদকসেবনের অভিযোগ উঠলে পুরো আয়োজন ভেঙে পড়ে। কনের পক্ষ অভিযোগ তুলে বিয়ে বাতিল করে দেন। আর বর দাবি করেন, “আমি তো শুধু একটি চুইংগাম মুখে দিয়েছিলাম।”

ঘটনাটি ঘটে শুক্রবার (৪ জুলাই) উপজেলার পুরা বাজার মোল্লা কমিউনিটি সেন্টারে।

পারিবারিকভাবে নির্ধারিত বিয়ে ছিল নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার বাসিন্দা নাঈম প্রধানের ছেলে অনিক (২৯) ও টঙ্গীবাড়ী উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের মো. দুলালের মেয়ে শারমিনের (১৯) মধ্যে। নির্ধারিত দিন অনুযায়ী বিয়ের সকল প্রস্তুতি সম্পন্ন হয়। কনেকে সাজিয়ে বিয়ের মঞ্চে তোলা হয়, বরও শেরওয়ানি পরে হাজির হন অনুষ্ঠানে।

তবে একপর্যায়ে অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন কনের পরিবারকে জানান, বর অনিক নাকি মাদক সেবন করেছেন। এ অভিযোগকে কেন্দ্র করে শুরু হয় উত্তেজনা। কনের পরিবার ঘটনাস্থলেই বিয়ে বাতিলের ঘোষণা দেয়।

বর অনিক দাবি করেন, “আমি শুধু একটি চুইংগাম মুখে দিয়েছিলাম। কিন্তু আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে আমাদের মান-সম্মান নষ্ট করা হয়েছে। আমার পরিবার এই ঘটনায় চরমভাবে অপমানিত ও ক্ষতিগ্রস্ত।”

বরের বাবা নাঈম প্রধানও অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার ছেলের বিরুদ্ধে মিথ্যা কথা বলে বিয়ে ভেঙে দিয়েছে। কোনো প্রমাণ ছাড়াই এমন সিদ্ধান্ত নেওয়া দুঃখজনক।”

এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ওসি মো. মহিদুল ইসলাম বলেন, “বিয়েসংক্রান্ত একটি ঝামেলার কথা শুনেছি। তবে এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি।”

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে