ঢাকা, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

ঈদের আগেই নতুন টাকার কালোবাজার

২০২৫ জুন ০৫ ১২:২২:০৬
ঈদের আগেই নতুন টাকার কালোবাজার

নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহা সামনে রেখে নতুন টাকার চাহিদা বাড়লেও, ব্যাংকগুলোতে নতুন নোট মিলছে না—এদিকে রাজধানীর গুলিস্তান, মতিঝিলসহ বিভিন্ন এলাকায় ফুটপাতেই রমরমা দামে চলছে নতুন নোটের বিকিকিনি। বিষয়টি নিয়ে উঠেছে নানা প্রশ্ন।

বিশেষ করে নতুন নকশার ২০, ৫০ এবং ১০০০ টাকার নোট প্রকাশের পর থেকে গ্রাহকদের আগ্রহ বেড়েছে কয়েকগুণ। অথচ কোনো ব্যাংকের প্রধান শাখাতেও নতুন নোট পাওয়া যাচ্ছে না। বরং বাংলাদেশ ব্যাংকের সামনে উত্তর গেটে ফড়িয়ারা প্রকাশ্যেই চড়া দামে এসব নোট বিক্রি করছেন।

বাংলাদেশ ব্যাংক গত রোববার প্রথমবারের মতো নতুন নকশার ২০০ কোটি টাকার নোট বাজারে ছাড়ে। এতে অংশ নেয় ১১টি ব্যাংক, যার মধ্যে রয়েছে:সোনালী, জনতা, অগ্রণী, পূবালী, উত্তরা, রূপালী, ডাচ-বাংলা, ইসলামী, আল-আরাফাহ, ব্র্যাক ও ইস্টার্ন ব্যাংক।

তবে সোমবার থেকে গ্রাহকদের কাছে পৌঁছানোর কথা থাকলেও, অধিকাংশ ব্যাংকের শাখায় নতুন নোট পাওয়া যায়নি। অথচ সেই দিন থেকেই ফুটপাতে এই নোট মিলছে।

গণমাধ্যমের অনুসন্ধানে দেখা গেছে,

২০ টাকার এক বান্ডিল (১০০টি) বিক্রি হচ্ছে ৩,০০০ থেকে ৩,৫০০ টাকায়

একক ২০ টাকার নোট বিক্রি হচ্ছে ৪০ টাকা দরে

৫০ টাকার বান্ডিল বিক্রি হচ্ছে ৬,৫০০ থেকে ৭,০০০ টাকায়

একক ৫০ টাকার নোটের দাম ৭০–৮০ টাকা পর্যন্ত

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন,"বাংলাদেশ ব্যাংকের বাইরে কী হচ্ছে, সেটি আমাদের নিয়ন্ত্রণের বাইরে। তবে কোনো কর্মকর্তা জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে। আমরা চাই এ ধরনের কার্যকলাপ বন্ধ হোক।"

যেখানে ব্যাংকে নতুন নোট মিলছে না, সেখানে ফুটপাতের ফড়িয়াদের কাছে কীভাবে যাচ্ছে এই বিপুল পরিমাণে নতুন নোট? বিষয়টি নিয়ে ব্যাংক ব্যবস্থাপনায় গোপন স্রোত বা অসাধু চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখার দাবি তুলেছেন সংশ্লিষ্টরা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে