ঢাকা, রবিবার, ২৫ মে ২০২৫
Sharenews24

অন্তর্বর্তী সরকারকে হুশিয়ার করলেন সারজিস আলম

২০২৫ মে ২৫ ১০:৩২:১১
অন্তর্বর্তী সরকারকে হুশিয়ার করলেন সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্টের গণহত্যায় জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না—এই কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শনিবার (২৪ মে) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টে তিনি এ মন্তব্য করেন।

সারজিস তার পোস্টে লেখেন:“৬ জুন ২০২৪, কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে আমি প্রথম শহীদ মিনারে দাঁড়িয়েছিলাম। ৩ আগস্ট, সেখান থেকেই নাহিদ ইসলাম এক দফার ঘোষণা দেন। এরপর ৫ আগস্ট, দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে লাখো মানুষ ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে রাজপথে নামে।"

তিনি আরও বলেন, সেই সময় আওয়ামী শাসনের পতনের আগেই হাজারো মানুষ নিহত ও আহত হন—কারও চোখ, কারও হাত, কারও জীবন গেছে।

স্মরণ করে তিনি বলেন:"২৪ মে ২০২৫, শহীদ মিনারে শহীদ ভাই হাসানের জানাজা হয়। শহীদ মিনার, শহীদের কফিন, ছাত্র-জনতা—সব একাকার হয়ে যায়।"

তিনি হুঁশিয়ারি দিয়ে লিখেন:"এই সরকার খুনি হাসিনার বিচার না করে অন্য কিছু ভাবতে পারে না। কেউ যেন এ বিষয়ে ভুলে না যায়। আমরা মনে করিয়ে দেব। কিন্তু ছাড় দেওয়া হবে না—এই কথাটা মনে রাখবেন।"

পোস্টে প্রধান উপদেষ্টার উপদেষ্টা আসিফ নজরুলের দায়িত্ব নিয়েও প্রশ্ন তোলেন সারজিস। তার ভাষায়:“গণহত্যার কালপ্রিটদের বিচারের মুখোমুখি না করে আপনি উপদেষ্টার দায় এড়াতে পারেন না।”

২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র গণঅভ্যুত্থানে বহু মানুষ নিহত হন, যেটিকে রাজনৈতিক টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচনা করা হয়। এই আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগের পতন ঘটে বলে দাবি করে এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে