ঢাকা, শনিবার, ২৪ মে ২০২৫
Sharenews24

ইসলাম গ্রহণ করে যা বললেন জবি শিক্ষার্থী ধ্রুব

২০২৫ মে ২৪ ১৬:৪৭:৩০
ইসলাম গ্রহণ করে যা বললেন জবি শিক্ষার্থী ধ্রুব

নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের (১৬ ব্যাচ) শিক্ষার্থী এ আর ধ্রুব ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ধর্মান্তরিত হওয়ার পর বর্তমানে তার নাম আব্দুর রহমান ধ্রুব। তিনি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার স্থায়ী বাসিন্দা।

শুক্রবার (২৩ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দেন ধ্রুব। তার নতুন নাম, ধর্মীয় পরিচয় এবং মনস্তাত্ত্বিক যাত্রা সংক্রান্ত সব কিছু সেখানে তিনি খোলাখুলিভাবে তুলে ধরেন।

ধ্রুব জানান, তিনি ঢাকা দায়রা জজ আদালত থেকে ২০২৫ সালের ২৩ ফেব্রুয়ারি একটি হলফনামা সম্পন্ন করে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নিজের নাম পরিবর্তনের জন্য আইনি প্রক্রিয়াও শেষ করেন। তিনি বলেন,“আমি আইনত যে কোনো হলফ করার উপযুক্ত এবং আমার জীবনের সিদ্ধান্ত গ্রহণে আমি সম্পূর্ণ সক্ষম।”

ধ্রুব লিখেছেন,“আমি হিন্দু পরিবারের সন্তান হইয়াও আমার বহু মুসলমান বন্ধুদের সঙ্গে নিয়মিত মেলামেশা করতাম। তাদের ধর্মীয় অনুশাসন, নামাজ, রোজা, ঈদসহ নানা কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে করতে আমি হিন্দু ধর্মের প্রতি এক ধরনের অনীহা অনুভব করি। ইসলামী বই ও হিন্দু ধর্মগ্রন্থ তুলনা করে আমি বুঝতে পারি, ইসলামই একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা—যেখানে ইহকাল ও পরকালের শান্তি নিহিত।”

ধ্রুব তার আত্মিক ও মানসিক সংগ্রামের কথাও তুলে ধরেন। জানান, তিনি দীর্ঘদিন ধরে বিষণ্নতা, জীবনের অস্পষ্টতা ও মানসিক অবসাদের মধ্য দিয়ে যাচ্ছিলেন।

“অনেকবার মনে হয়েছে জীবন শেষ করে দিই। কিন্তু এক অদৃশ্য শক্তি বারবার আমাকে রক্ষা করেছে। আমি তখন প্রশ্ন করতাম—আমার জীবনের উদ্দেশ্য কী? আমি কেন জন্মেছি? এই প্রশ্নগুলোর উত্তর আমি পেয়েছি কুরআনে।”

পরিবার ও পরিচিতদের উদ্দেশ্যে আব্দুর রহমান ধ্রুব একটি আবেগঘন বার্তা দিয়েছেন:“আমি জানি, সবাই এই সিদ্ধান্ত সহজভাবে নেবে না। তবে আমি চাই, আপনারা অন্তত একবার কুরআন পড়ুন—তর্কের জন্য নয়, সত্য জানার জন্য। যারা সত্য খুঁজছেন, আমি শুধু বলব—খোলা মনে কুরআন পড়ুন। আল্লাহ চাইলে পথ দেখাবেন। আমি সেই পথেই শান্তি পেয়েছি।”

ফেসবুক পোস্টের শেষে ধ্রুব উল্লেখ করেন যে,“সত্য সবসময় সুন্দর। আমি কেবল সত্যের অনুসন্ধানেই এই সিদ্ধান্ত নিয়েছি। কুরআনই আমাকে বুঝিয়েছে—জীবনের মূল উদ্দেশ্য কী এবং আমি কার কাছে দায়বদ্ধ।”

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে