ঢাকা, শনিবার, ২৪ মে ২০২৫
Sharenews24

৬২৬ আশ্রয়গ্রহীতার তালিকা প্রকাশ করল সেনানিবাস

২০২৫ মে ২২ ২৩:১৫:৫৫
৬২৬ আশ্রয়গ্রহীতার তালিকা প্রকাশ করল সেনানিবাস

নিজস্ব প্রতিবেদক: গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে প্রাণনাশের আশঙ্কায় মোট ৬২৬ জন ব্যক্তি বিভিন্ন সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আইএসপিআর জানায়, আশ্রয়প্রাপ্তদের মধ্যে ছিলেন ২৪ জন রাজনৈতিক ব্যক্তিত্ব, ৫ জন বিচারক, ১৯ জন বেসামরিক প্রশাসনের কর্মকর্তা, ৫১৫ জন পুলিশ সদস্য, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও অন্যান্য শ্রেণির ১২ জন এবং ৫১ জন নারী ও শিশু—সবমিলিয়ে মোট ৬২৬ জনকে সেনানিবাসে নিরাপত্তা দেওয়া হয়।

এর আগে ১৮ আগস্ট দেওয়া এক বিবৃতিতে আইএসপিআর উল্লেখ করেছিল, ওই সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটে। প্রাণনাশের ঝুঁকিতে পড়া রাজনৈতিক ব্যক্তিসহ একাধিক নাগরিক নিরাপত্তার স্বার্থে সেনানিবাসে আশ্রয়ের আবেদন করেন।

বিবৃতিতে আরও জানানো হয়, আইন-বহির্ভূত ঘটনা প্রতিরোধ, মানুষের জীবন রক্ষা এবং আইনের শাসন রক্ষার লক্ষ্যে এসব আশ্রয় প্রদান করা হয়েছিল। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে আশ্রয়প্রাপ্ত ৬২৬ জনের মধ্যে ৬১৫ জন স্বেচ্ছায় সেনানিবাস ত্যাগ করেন।

অভিযোগ ও মামলার ভিত্তিতে ৪ জনকে যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে ৭ জন সেনানিবাসে অবস্থান করছেন বলে জানায় আইএসপিআর।

সেনানিবাসে আশ্রয় নেওয়া ব্যক্তিদের পূণাঙ্গতালিকা দেখুন নিচে

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে