ঢাকা, সোমবার, ১৯ মে ২০২৫
Sharenews24

কারাগারে থেকেও সোশ্যাল মিডিয়ায় সরব নুসরাত ফারিয়া

২০২৫ মে ১৯ ১৫:৩০:০৬
কারাগারে থেকেও সোশ্যাল মিডিয়ায় সরব নুসরাত ফারিয়া
কারাগারে থেকেও সোশ্যাল মিডিয়ায় সরব নুসরাত ফারিয়া

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। গতকাল (রবিবার) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে উঠতে গেলে তাকে আটক করে পুলিশ। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।

সোমবার (১৯ মে) ঢাকা মহানগর হাকিম সারাহ ফারজানা হক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত একইসঙ্গে তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দেন, ঘটনার সময় ফারিয়া দেশে ছিলেন কি না, কিংবা আন্দোলনের পক্ষে কোনো বক্তব্য বা পোস্ট দিয়েছেন কি না, সে বিষয়ে বিস্তারিত প্রতিবেদন দাখিল করতে। জামিন শুনানির তারিখ ধার্য করা হয়েছে আগামী ২২ মে।

এদিকে কারাগারে পাঠানোর পরও ফারিয়ার অফিশিয়াল ফেসবুক পেজে একটি নতুন পোস্ট দেখা গেছে। সেখানে তাকে পরিবারের সদস্যদের সঙ্গে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা গেছে। পোস্টে লেখা হয়েছে, "পরিবারের জন্য দোয়া করবেন।"

ছবির ক্যাপশনে #ন্যায়েরজন্যফারিয়া, #ফারিয়া_মুক্তকরো এবং #ফারিয়া_প্রতিবাদ হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে। পোস্টের শেষে ‘অ্যাডমিন পোস্ট’ উল্লেখ থাকায় ধারণা করা হচ্ছে, এটি তার সোশ্যাল মিডিয়া টিমের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে।

প্রসঙ্গত, এই মামলায় নুসরাত ফারিয়াসহ মোট ১৭ জনকে অভিযুক্ত করা হয়েছে। মামলার অভিযোগ অনুযায়ী, গত ১৯ জুলাই রাজধানীর ভাটারা থানার সামনে বৈষম্যবিরোধী একটি আন্দোলনের সময় পুলিশের গুলিতে এনামুল হক নামের এক ব্যক্তি আহত হন। এরপর তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ করে এবং তিন-চারশ’ অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে হত্যাচেষ্টা ও সহিংসতার অভিযোগে একটি মামলা দায়ের করেন।

নুসরাত ফারিয়ার গ্রেপ্তারের পর বিনোদন অঙ্গনে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়রানি হিসেবে দেখছেন, আবার কেউ কেউ আইনি প্রক্রিয়ার প্রতি আস্থা রাখার আহ্বান জানাচ্ছেন।

মুসআব/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে