ঢাকা, রবিবার, ১৮ মে ২০২৫
Sharenews24

জামায়াত-এনসিপি নিয়ে বিএনপির শ্লোগান, তীব্র সমালোচনা

২০২৫ মে ১৮ ২৩:৩০:৩৫
জামায়াত-এনসিপি নিয়ে বিএনপির শ্লোগান, তীব্র সমালোচনা

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বিএনপির একটি পক্ষের বিক্ষোভ মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। রোববার (১৮ মে) বড় বাড়ি রোড থেকে শুরু হয়ে পাকুন্দিয়া বাজার প্রদক্ষিণ করে পাটমহলে গিয়ে এ মিছিল শেষ হয়।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি কামাল উদ্দিনের নেতৃত্বে আয়োজিত মিছিলে আওয়ামী লীগের বিরুদ্ধে “সন্ত্রাসী কার্যক্রম” বন্ধ ও দ্রুত জাতীয় নির্বাচনের দাবিতে স্লোগান দেওয়া হয়। তবে এ মিছিল থেকে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাকিল মাহমুদ সম্রাটের নেতৃত্বে এমন এক স্লোগান দেওয়া হয় যা সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

স্লোগানে বলা হয়:“একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর।” এছাড়া “একটা একটা জামায়াত ধর”, এবং “একটা একটা এনসিপি ধর, ধইরা ধইরা জবাই কর” বলেও ভিডিওতে শোনা যায়। এই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মহল থেকে নিন্দা ও উদ্বেগ প্রকাশ করা হয়।

পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বল বলেন, “আমাদের কর্মসূচি ছিল সাম্য হত্যার বিচার দাবি করে কলেজ প্রাঙ্গণে। কিন্তু সম্রাট সেখানে না গিয়ে ভিন্ন একটি কর্মসূচিতে অংশ নেয় এবং বিব্রতকর স্লোগান দেয়। বিষয়টি আমরা জেলা ছাত্রদলকে জানাবো।”

জেলা বিএনপির সহ-সভাপতি ও পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জালাল উদ্দিন বলেন, “সারা দেশে আজ বিএনপির কোনো কেন্দ্রীয় কর্মসূচি ছিল না। ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত কর্মসূচি থেকে যে স্লোগান দেওয়া হয়েছে, তার সঙ্গে আমি একমত নই।”

কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী বলেন, “দীর্ঘদিন ধরে বিএনপির সঙ্গে যৌথভাবে আন্দোলন করেছি। এখন আমাদের বিরুদ্ধে এমন স্লোগান কাম্য নয়। আশা করি বিএনপির শীর্ষ নেতৃত্ব বিষয়টি দেখবেন।”

জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইকরাম হোসেন বলেন, “ছাত্রদলের নেতা হিসেবে সম্রাটের মুখ থেকে এমন উসকানিমূলক বক্তব্য প্রত্যাশিত নয়। বিষয়টি তদন্ত হওয়া প্রয়োজন।”

এই ঘটনার প্রেক্ষিতে ছাত্রদল ও বিএনপির অভ্যন্তরে বিভ্রান্তি ও ক্ষোভ দেখা দিয়েছে। বিভিন্ন মহল থেকে এমন বক্তব্যকে ঘৃণ্য ও রাজনৈতিক সম্প্রীতির পরিপন্থী হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে। সংশ্লিষ্টরা দ্রুত দোষী ব্যক্তির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে