ঢাকা, শনিবার, ১৭ মে ২০২৫
Sharenews24

‘আপনার স্বামী কয়জন?’—মমতাজকে পিপি'র প্রশ্ন

২০২৫ মে ১৭ ২৩:৩৪:২২
‘আপনার স্বামী কয়জন?’—মমতাজকে পিপি'র প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক:বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মো. সাগরের মৃত্যুর ঘটনায় করা মামলায় চার দিনের রিমান্ড শেষে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শনিবার (১৭ মে) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমান তার জামিন আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন।

আদালতে রিমান্ড শেষে হাজির করে তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে, মমতাজ বেগমের পক্ষে আইনজীবী মাসুদুর রহমান লিংকন জামিন আবেদন করেন। তিনি বলেন, মমতাজ বেগম এজাহারভুক্ত হলেও তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই, তিনি শারীরিকভাবে অসুস্থ।

জবাবে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পাবলিক প্রসিকিউটর) ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করে মমতাজ বেগমের সংসদ সদস্য থাকা নিয়ে প্রশ্ন তোলেন এবং তার অতীত কর্মকাণ্ডের সমালোচনা করেন। এ সময় তিনি আদালতে বিতর্কিতভাবে প্রশ্ন করেন—“আপনার স্বামী কয়জন, নাম কী?” এতে বিচারক হস্তক্ষেপ করে তাকে মামলার বিষয়ে বক্তব্য সীমিত রাখার নির্দেশ দেন।

শুনানি শেষে বিচারক মমতাজ বেগমের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গত ১২ মে রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ১৩ মে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আলীম/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে