ঢাকা, শনিবার, ১৭ মে ২০২৫
Sharenews24

পদ্মা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ

২০২৫ মে ১৭ ১৬:৪৩:০৪
পদ্মা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক: পেট্রোলিয়াম বিপণনকারী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের মহাব্যবস্থাপক (অপারেশন্স) মো. মফিজুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে।

শনিবার (১৭ মে) দুপুরে বাংলাদেশ পেট্রোলিয়ামন কর্পোরেশনের (বিপিসি) সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে পদায়ন করা হয়।

তাকে চলতি দায়িত্ব হিসেবে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়। এর আগে পদ্মা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আবদুস সোবহান পদত্যাগ করায় পদটি খালি হয়।

সূত্রে জানা গেছে, প্রকৌশলী মো. আবদুস সোবহানের স্ত্রী সন্তান আমেরিকায় বসবাস করেন। প্রকৌশলী আবদুস সোবহানও আমেরিকার গ্রিন কার্ডধারী। তিনি পরিবারের সঙ্গে সাক্ষাতের জন্য বছরে দুবার আমেরিকা যাতায়াত করেন। এরমধ্যে তার অসুস্থ স্ত্রীকে দেখতে এক সপ্তাহের ছুটির সরকারি জিও (ছুটির আদেশ) নিয়ে ৪ মে আমেরিকায় যান। ১০ মে পর্যন্ত তার ছুটি মঞ্জুর ছিল। কিন্তু গ্রিনকার্ড জটিলতায় পড়ে তিনি দেশে ফিরতে পারেননি।

তার ছুটিকালীন সময়ে পদ্মা অয়েলের ব্যবস্থাপনা পরিচালকের অতিরিক্ত দায়িত্বে ছিলেন বিপিসির সচিব শাহিনা সুলতানা।

প্রকৌশলী আবদুস সোবহান ১০ মে পর্যন্ত ছুটিতে ছিলেন। ১১ মে, রোববার সরকারি ছুটি ছিল। পরের দিন (১২ মে) অফিসে যোগদান না করায় তাকে নিয়ে সরব আলোচনা হয়। এরমধ্যে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করে ইমেইলে বিপিসির চেয়ারম্যান বরাবরে পত্র দেন। শারীরিক ও পারিবারিক সমস্যার কারণে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না এবং চাকরিকাল ২৮ বছর ৬ মাস পূর্ণ হওয়ায় স্বেচ্ছায় অবসর গ্রহণের কথা পদত্যাগপত্রে উল্লেখ করা হয়।

প্রকৌশলী আবদুস সোবহানকে গত বছরের ১৪ আগস্ট পদ্মা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি এলপি গ্যাস লিমিটেডের (এলপিজিএল) ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

মুসআব/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে