ঢাকা, শনিবার, ২১ জুন ২০২৫
Sharenews24

ক্ষমতায় আসার পর সবাই বদলে গেছে: প্রেস সচিব

২০২৫ মে ১৭ ১০:৪৫:৫৩
ক্ষমতায় আসার পর সবাই বদলে গেছে: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আশঙ্কা প্রকাশ করেছেন যে, দায়িত্ব ছাড়ার পর তিনি একা হয়ে পড়তে পারেন। শনিবার (১৭ মে) সকালে নিজের ফেসবুক পোস্টে এ অনুভূতি প্রকাশ করেন তিনি।

পোস্টে শফিকুল আলম জানান,“শেখ হাসিনার স্বৈরশাসনের সময় যারা আমার লেখার প্রশংসা করতেন, আজ তাদের কেউ কেউ আমাকে ‘আনফ্রেন্ড’ করে দিয়েছেন। আমার অনেক আত্মীয় ইতোমধ্যে সম্পর্ক ছিন্ন করেছে। আমার স্ত্রী আমাকে সতর্ক করেছেন—যখন আমি এই পদ ছেড়ে দেব, তখন নিজেকে একা দেখতে পাব।”

তিনি লেখেন,“তবে এতে আমার কোনো আক্ষেপ নেই। আমি বিশ্বাস করি, আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছি। কয়েক মাস পর যখন আমি পদত্যাগ করব, তখন গর্বের সঙ্গেই পেছনে ফিরে তাকাতে পারব বলে আশা করি।”

তার ভাষায়,“অনেক বছর আগে শেখ হাসিনার শাসনামলে আমি বিরোধী নেতাদের পক্ষে কলাম লিখতাম। তখন অনেকেই তা শেয়ার করতেন, প্রশংসা করতেন। কিন্তু এখন, অন্তর্বর্তী সরকারে দায়িত্ব নেওয়ার পর, সেই মানুষদের অনেকেই আমাকে এড়িয়ে যাচ্ছেন।”

ক্ষমতার প্রভাব নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন,“ক্ষমতা মানুষকে এমনভাবে দুর্নীতিগ্রস্ত করে, যা কেউ কল্পনাও করতে পারে না। আব্বাসীয় আমলে সুফিরা সরকারি পদ গ্রহণ এড়িয়ে চলতেন, কারণ তারা নিশ্চিত ছিলেন না যে ক্ষমতায় থেকে কেউ ন্যায়ের পথে থাকতে পারবেন কিনা।”

নিজের অতীত অভিজ্ঞতা উল্লেখ করে তিনি লেখেন,“আমি যখন বিহারিদের অধিকারের পক্ষে কথা বলেছি, তখন একাই ছিলাম। ইতিহাসের অনেক সহিংস ঘটনা নথিভুক্ত করেছি, তখনও পাশে কেউ ছিল না। তাই এখন যদি একাও হয়ে যাই, তাতেও আমার আপত্তি নেই।”

শফিকুল আলম বলেন,“আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি বিষয়—আমি কি ন্যায্যতা ও ন্যায়বিচারের সঙ্গে কাজ করছি? এবং আমি কি কাউকে এই প্রক্রিয়ায় ক্ষতি করছি না? আমি বিশ্বাস করি, এই দুটি লক্ষ্য অর্জন করতে পেরেছি।”

ফেসবুক পোস্টের শেষাংশে তিনি লিখেছেন,“এটাই আমার প্রতিজ্ঞা। কয়েক মাস পর যখন আমি পদত্যাগ করব, আমি আত্মবিশ্বাসের সঙ্গেই বলতে পারব—আমি কোনো অন্যায় করিনি।”

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে