ঢাকা, শনিবার, ২১ জুন ২০২৫
Sharenews24

স্ত্রীসহ মিল্টন সমাদ্দার কারাগারে

২০২৫ মে ১৭ ১৫:৫১:২০
স্ত্রীসহ মিল্টন সমাদ্দার কারাগারে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় আত্মসমর্পণের পর ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার ও তার স্ত্রী মিঠু হালদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার (১৭ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমান শুনানি শেষে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।

আইনজীবীদের পক্ষ থেকে জানানো হয়, গত ৬ মে মামলার অভিযোগপত্র গ্রহণ করেন আদালত। তবে তার আগের দিন মিল্টনের মায়ের মৃত্যু হওয়ায় তিনি আদালতে উপস্থিত হতে পারেননি। সময় চেয়ে আবেদন করা হলেও তা গ্রহণ না করে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

পরে শনিবার আত্মসমর্পণ করে জামিন চাইলেও আদালত তা মঞ্জুর করেননি। এর আগে ২০২৪ সালের ১ মে রাতে রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তার বিরুদ্ধে জালিয়াতি, মানবপাচার ও নির্যাতনের অভিযোগে একাধিক মামলা রয়েছে।

পরবর্তীতে তিনটি মামলায় জামিন পেলেও, সাম্প্রতিক তদন্তে হত্যাচেষ্টার অভিযোগে নতুন মামলা দায়ের করা হয়, যেখানে তার স্ত্রীকেও অভিযুক্ত করা হয়। এই মামলায় আদালত তাদের উভয়কে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে