ঢাকা, শনিবার, ১৭ মে ২০২৫
Sharenews24

যুক্তরাষ্ট্রের কারাগার থেকে ১০ বন্দী পালানোর চাঞ্চল্যকর তথ্য

২০২৫ মে ১৭ ১০:৩৪:৪৩
যুক্তরাষ্ট্রের কারাগার থেকে ১০ বন্দী পালানোর চাঞ্চল্যকর তথ্য

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার নিউ অরলিন্সের একটি কারাগার থেকে খুনের মামলাসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত ১০ বন্দি পালিয়ে গেছে। শুক্রবার (১৬ মে) এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে অরলিন্স প্যারিশের শেরিফ সুসান হাটসন।

জানা গেছে, নিউ অরলিন্সের ‘অরলিন্স জাস্টিস সেন্টার’ কারাগারে সকাল সাড়ে ৮টার দিকে বন্দিদের নিয়মিত গণনার সময় কর্মকর্তারা দেখতে পান ১০ জন বন্দি নিখোঁজ। এরপর থেকেই তাদের খোঁজে তৎপরতা শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সিএনএন এবং স্থানীয় সংবাদমাধ্যম ডব্লিউভিইউই জানায়, পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে রয়েছেন—অ্যান্টয়িন ম্যাসি, কেন্ডেল মাইলস, ডেরিক গ্রোভস, জার্মেইন ডনাল্ড, লেন্টন ভ্যানবুরেন, লিও টেইট, কোরি বয়েড, গ্যারি প্রাইস, রবার্ট মুডি ও ডিকেনান ডেনিস। তাদের মধ্যে কয়েকজন হত্যা, আগ্নেয়াস্ত্র হামলাসহ গুরুতর অভিযোগে অভিযুক্ত।

প্রথমে ধারণা করা হয়েছিল ১১ জন পালিয়েছে, কিন্তু পরে তা সংশোধন করে ১০ জন বলে জানানো হয়। তদন্তে দেখা গেছে, একটি বন্দিকে অন্য কক্ষে স্থানান্তর করলেও সেটি সঠিকভাবে সিস্টেমে আপডেট না হওয়ায় বিভ্রান্তি তৈরি হয়।

তবে পালিয়ে যাওয়া একজন বন্দি, কেন্ডেল মাইলস, পরে নিউ অরলিন্সের একটি হোটেলের পার্কিং গ্যারেজে একটি গাড়ির নিচে লুকিয়ে থাকতে দেখা গেলে পুলিশ তাকে দ্রুত গ্রেপ্তার করে। তাকে পরিকল্পিত হত্যার (সেকেন্ড ডিগ্রি মার্ডার) মামলায় অভিযুক্ত করা হয়েছে এবং নতুন করে আরও একটি মামলা হয়েছে তার বিরুদ্ধে।

শেরিফ অফিস জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং কারও কাছে পলাতক বন্দিদের বিষয়ে কোনো তথ্য থাকলে তাৎক্ষণিকভাবে ‘ক্রাইম স্টপার্স’ বা ৯১১ নম্বরে জানানোর অনুরোধ করেছে।

আলীম/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে